Barak UpdatesHappeningsBreaking News
পুরসভার ভোটার তালিকায় নেই রংপুরের অনেকে, পথ অবরোধ, উত্তেজনাRoad blocked, protest mounts at Rongpur as names of many missing from SMBs voter list
২০ ফেব্রুয়ারি: শিলচর পুরসভার ভোটার তালিকা থেকে রংপুরের বহু মানুষের নাম কাটা গিয়েছে৷ এ নিয়ে বেশ কিছুদিন ধরে ক্ষোভের পারদ চড়ছে৷ দুদিন আগে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েও ফল মেলেনি৷ তাই বৃহস্পতিবার সকালে রংপুরে সদরঘাট সেতুর মুখে অবরোধ গড়ে তোলা হয়৷ স্থানীয় বিজেপি নেতা সুরজিৎ দেব, তফশিলি জাতি সংগঠনের কর্মকর্তা রূপেশ দাসরাই মূলত নেতৃত্ব দিচ্ছিলেন৷ যাদের নাম তালিকায় রয়েছে, তারাও এ দিন আন্দোলনে সামিল হন৷
ঘন্টাদুয়েক অবরোধের দরুন সেতুর দুইদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে৷ এর রেশ পড়ে শহরের ট্রাফিক ব্যবস্থাতেও৷ ছুটে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বার্নওয়াল ও ডি পাঠক৷ সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস বিশাল বাহিনী নিয়ে সেখানে উপস্থিত৷ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা জানান, জেলাশাসক তাদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়েছেন৷ এর সুরাহা না হওয়া পর্যন্ত পুরনো তালিকাই ওই ওয়ার্ডে কার্যকর হবে৷ কিন্তু এ কথার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠে৷ স্থির হয় জেলাশাসকের সঙ্গে বিকালে আন্দোলনকারী প্রতিনিধিদল মিলিত হবেন, কথা বলবেন৷
এর মধ্যে বিধায়ক মিহিরকান্তি সোম সেখানে গেলে আন্দোলনকারীরা তেলেবেগুনে জ্বলে ওঠেন৷ নানা বাক্যবাণে তাঁকে বিদ্ধ করা হয়৷ বিশেষ করে, মহিলারা তাকে লাগাতার গালিগালাজ করতে থাকেন৷ জগদীশবাবুই তখন তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান৷ এতসবের পরও অবরোধ তুলতে রাজি না হওয়ায় পুলিশ লাঠি উঁচিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়৷ তখন দৌড়াতে গিয়ে পড়ে এক মহিলা জখম হন৷ মাথায় চোট লাগে বৈদ্যুতিন মাধ্যমের প্রতিনিধি অজিত দাসের৷
জগদীশবাবু বলেন, জাতীয় সড়ক এইভাবে দীর্ঘসময় ধরে অবরোধ করা যায় না৷ এটা বেআইনি৷ তাই অবরোধ হটিয়ে রাস্তা মুক্ত করা হয়৷