Barak UpdatesHappeningsBreaking News
মিড-ডে মিল বেসরকারিকরণের প্রতিবাদে রাঁধুনিদের রাস্তা অবরোধ
Road blockade by cooks at Silchar in protest of privatisation of Mid-Day Meal

২৯ অক্টোবর: এ বার রাস্তায় অবরোধ গড়ে তুলে বেসরকারি সংস্থার হাতে মিড ডে মিল হস্তান্তরের প্রতিবাদ জানালেন রাধুনিরা। এ নিয়ে মঙ্গলবার শিলচর শিলংপট্টি ডিআইজি বাংলোর সামনে রাঁধুনিরা প্রচুর সংখ্যায় উপস্থিত ছিলেন। সড়কের এই তেমাথায় আন্দোলনকারীরা তিন দিক থেকেই রাস্তাটি বন্ধ করে দেন। তাছাড়া রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তাঁরা। বেশ হুমকির সুরে জানিয়ে দেন, সরকারের এই সিদ্ধান্ত কোনওভাবেই তাঁরা মেনে নেবেন না। সর্বশক্তি দিয়ে তাঁরা এর মোকাবিলা করবেন।
এ দিকে মাত্র আধ ঘণ্টার এই অবরোধে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ধরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।