India & World UpdatesHappeningsAnalyticsBreaking News

লকডাউনে নারী-শিশু নির্যাতন বাড়ছে, ব্যবস্থা চেয়ে মোদিকে চিঠি সুস্মিতার
Rising cases of domestic violence during lockdown, Sushmita urges Modi to take action

২৮ এপ্রিল: লকডাউনের দরুন গার্হস্থ হিংসা বাড়ছে৷ বাড়ছে শিশু নির্যাতনের ঘটনাও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব৷ তিনি ন্যাশনাল কমিশন ফর উওম্যান-এর রিপোর্ট উল্লেখ করে বলেন, ২ মার্চ শুরু হওয়া সপ্তাহে তাদের কাছে নারী নির্যাতনের অভিযোগ এসেছিল ৩০টি৷ লকডাউনের দরুন শেষসপ্তাহে এসেছে ৬৯টি৷ অর্থাৎ দ্বিগুণেরও বেশি৷ একইভাবে সুস্মিতা চাইল্ডলাইনের একটি পরিসংখ্যানও উল্লেখ করেন৷ চাইল্ডলাইন ইন্ডিয়া জানিয়েছে, লকডাউনের পর ১১দিনে তারা ৯২ হাজার ফোন পেয়েছেন৷ সবার আর্জি, তাদের বাঁচানো হোক৷ সুস্মিতা দেবের কথায়, এ তো শুধু যারা জানানোর সুযোগ পেয়েছেন, তাদের হিসাব!

Rananuj

তাঁর আক্ষেপ, সবাই নিরাপদে থাকার জন্য বাড়ি ফিরতে চায়৷ কিন্তু নারী-শিশুরা বাড়িতেই নিরাপদ নন৷ নির্যাতনের ওইসব ঘটনা নিজেদের বাড়িতেই ঘটছে৷ তাই প্রধানমন্ত্রীর কাছে মহিলা কংগ্রেস নেত্রীর অনুরোধ, নির্যাতিত মহিলা-শিশুদের যেন উদ্ধার করে হোমে পাঠানো না হয়৷ নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে জেলে পাঠানোর অনুরোধ করেন সুস্মিতা৷ পরামর্শ দেন, করোনা দুর্যোগের সময় যেভাবে নারী-শিশু নির্যাতন বাড়ছে, তা মোকাবিলার কৌশল রচনার জন্য দুটি ইন্টার মিনিস্ট্রিয়াল টাস্কফোর্স গঠন করা হোক৷ একে জরুরি বিষয় ধরে নিয়ে দ্রুত উপযুক্ত পরিকাঠামো তৈরিরও অনুরোধ করেন মহিলা কংগ্রেস নেত্রী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker