Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে বাড়িতে থেকে ভোট দেবেন ৪৬৬৭ জন
4667 voters to vote from home via postal ballots in Karimganj

ওয়েটুবরাক, ২০ মার্চ : পোস্টাল ব্যালটের মাধ্যমে করিমগঞ্জ জেলার ৪৬৬৭ জন ভোটারের ভোট  বাড়িতে গিয়ে সংগ্রহ করা হবে৷ ভোটকর্মীদের ৭৮টি দল রবিবার থেকে বাড়ি বাড়ি যাবে৷ পাঁচটি বিধানসভা কেন্দ্রে ২১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রথম ভিজিট চলবে । দ্বিতীয় ভিজিট ২৫ ও ২৬ মার্চ হবে । রাতাবাড়ি আসনে ১৮টি দল ৯৭৫ জন ভোটারের ভোট গ্রহণ করবে । পাথারকান্দি আসনে ২০টি দল ১০৩১ জন ভোটার, উত্তর করিমগঞ্জ আসনে ১২টি দল ৯০৪ জন  ভোটারের ভোট সংগ্রহ করবে। এ ছাড়া দক্ষিণ করিমগঞ্জ আসনে ১৭টি দল ১০৫৭ জন এবং বদরপুর বিধানসভা আসনে ১১টি দল ৭০০ জন  ভোটারের ভোট সংগ্রহ করবে।
এই ৭৮টি দলের ভোটকর্মীরা নীলমণি স্কুলের মাঠ থেকে পোস্টাল ব্যালট নিয়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছাবেন । ওই ভোটারদের এই কয়দিন তাদের বাড়িতেই থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যাতে ভোটকর্মীরা তাদের কাছ থেকে পোস্টাল ব্যালটটি সংগ্রহ করতে পারেন । পাশাপাশি বিএলওদেরকেও তাদের নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, ৮০ বছরের ঊর্ধ্বের ভোটার, প্রতিবন্ধী এবং করোনায় আক্রান্তদের কাছ থেকে পোস্টাল ব্যালটের আবেদন চাওয়া হয়েছিল৷ ওই আবেদনের প্রেক্ষিতেই ৪৬৬৭ জনের পোস্টাল ব্যালট মঞ্জুর হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker