এই ৭৮টি দলের ভোটকর্মীরা নীলমণি স্কুলের মাঠ থেকে পোস্টাল ব্যালট নিয়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছাবেন । ওই ভোটারদের এই কয়দিন তাদের বাড়িতেই থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যাতে ভোটকর্মীরা তাদের কাছ থেকে পোস্টাল ব্যালটটি সংগ্রহ করতে পারেন । পাশাপাশি বিএলওদেরকেও তাদের নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, ৮০ বছরের ঊর্ধ্বের ভোটার, প্রতিবন্ধী এবং করোনায় আক্রান্তদের কাছ থেকে পোস্টাল ব্যালটের আবেদন চাওয়া হয়েছিল৷ ওই আবেদনের প্রেক্ষিতেই ৪৬৬৭ জনের পোস্টাল ব্যালট মঞ্জুর হয়েছে৷