NE UpdatesHappeningsBusiness
মালেগড়ে স্মরণ সিপাহী বিদ্রোহের ২৬ শহিদকেRich tributes paid to 26 martyrs at Malegarh
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : যথাযোগ্য মর্যাদায় আজ শনিবার সিপাহী বিদ্রোহের পটভূমি লাতু মালেগড় টিলায় পালিত হল শহীদ শ্ৰদ্ধাঞ্জলি দিবস । করিমগঞ্জ জেলা প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনীর ৭ নং ব্যাটালিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ আয়োজনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।
সকাল নয়টায় ২৬ বীর শহীদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ৭নং ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট বিক্রম সিং, করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাস ।পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, জেলা সমন্বয়ক অরূপ রায়, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস এবং এস এম জাহির আব্বাস ।
স্মৃতিসৌধে এ দিন ১৬৪টি প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। আয়োজন করা হয়েছিল সর্ব ধর্ম প্রার্থনা সভারও। বীর শহীদদের গার্ড অব অনার প্রদান করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা । অনুষ্ঠানে সিপাহি বিদ্রোহের অতীত নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন ব্লক শিক্ষা আধিকারিক সুদর্শন ভট্টাচার্য । মালেগড় যুদ্ধ যে শুধু সিপাহী বিদ্রোহ নয়, দেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের অংশবিশেষ, সে কথাও উল্লেখ করেন তিনি ।
সুদর্শনবাবু বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেশ থেকে উৎখাত করতে দেশীয় সিপাহীরাই প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন৷ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাস৷ সেবা এনজিও পক্ষ থেকে বক্তব্য রাখেন সাহিদুল ইসলাম চৌধুরী । মালেগড়কে পর্যটনের মানচিত্রে অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্য ঘোষণা করার দাবি জানান পাটকাই ট্রেকার্সের আহ্বায়ক অরূপ রায়। শ্রদ্ধাঞ্জলি জানানো হয় লাতু এইচ এস স্কুলের প্লাটিনাম জুবিলী উদযাপন সমিতি, সেবা এনজিও, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, সীমান্ত চেতনা মঞ্চ, বিবেকানন্দ কন্যাকুমারী করিমগঞ্জ কেন্দ্র সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে । অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সংগঠন থেকে আগত শিল্পীরা ।