NE UpdatesBarak UpdatesBreaking News

ডাঃ দেবেন দত্ত হত্যাকাণ্ডে গ্রেফতার মোট ৩৬
Mob lynching of Dr. Deben Dutta, 36 arrested as yet

৩ সেপ্টেম্বর : উজান অসমের যোরহাট জেলার টিয়কে টাটা চা বাগানে উত্তেজিত শ্রমিকদের দলবদ্ধ বর্বরোচিত হামলায় প্রবীণ চিকিত্‍সক ডাঃ দেবেন দত্তের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে আরও দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ডাঃ দেবেন দত্তকে হত্যার অভিযোগে মোট ৩৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী ডাঃ দত্তকে গত শনিবার দলবদ্ধভাবে নৃশংসভাবে পিটিয়ে মেরেছিল উন্মত্ত শ্রমিকের দল। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে ২৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বাগান লকআউট করে দিয়েছেন কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এদিকে যোরহাটের জেলাশাসক রশ্নি এ কোয়াটি জানিয়েছেন, ডাঃ দেবেন দত্তের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। টিয়কে গ্রহণ করা হবে গণশুনানি। অতিরিক্ত জেলাশাসক শুভন গোয়ালাকে তদন্তের দায়িত্ব দিয়ে সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। তিনি জানান, যোরহাট পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে। এই মামলার ভিত্তিতেই শুনানি পর্ব চলবে, তাছাড়া মামলাটির যাতে ফাস্টট্র্যাক আদালতে সম্পন্ন হয় সেজন্য প্রযোজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে, জানান জেলাশাসক রশ্মি কোয়াটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker