NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মেঘালয়কে অক্সিজেন দিয়ে হিমন্ত বললেন, বরাক-ব্রহ্মপুত্র যাতায়াত যেন বিঘ্নিত না হয়
ওয়েটুবরাক, ১৮ মেঃ কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকবেন বলে মেঘালয়কে আশ্বস্ত করলেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আসামের অক্সিজেন প্লান্টগুলি থেকে মেঘালয়কে নিয়মিত ষোল থেকে আঠারো মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা হবে।
আজ মঙ্গলবার দুই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কনরাড সাংমা ভিডিও কনফারেন্সে কথা বলেন। কনরাড সাংমা অক্সিজেন নিয়ে উদ্বেগ প্রকাশ করলে আসামের মুখ্যমন্ত্রী শর্মা জানান, আমিনগাঁও ও বঙ্গাইগাঁও থেকে অন্তত ষোল মেট্রিক টন অক্সিজেন প্রতিদিন তাঁদের দেওয়া হবে। সঙ্গে তিনি সাংমাকে শোনান, বরাক-ব্রহ্মপুত্র যাতায়াত চলে মেঘালয়ের ওপর দিয়েই। করোনা অতিমারির সময়ে কোনওভাবেই যেন এই যাতায়াত-পরিবহন বিঘ্নিত না হয়। যেমন পণ্যের ক্ষেত্রে, তেমনি যাত্রীর ক্ষেত্রে কনরাড সাংমাকে খেয়াল রাখতে বলেন তিনি।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোভ্যাক্সিন নিয়ে তাঁর রাজ্যে উদ্ভুত সমস্যার দিকে হিমন্তের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, মেঘালয়ের কিছু মানুষ প্রথম ডোজ হিসেবে কোভ্যাক্সিন নিয়েছিলেন। কিন্তু পরে যত টিকা মেঘালয়ে পাঠানো হয়েছে, সবই কোভিশিল্ড। ফলে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়ে তাঁরা দুশ্চিন্তায়। হিমন্ত অবশ্য মুহূর্তে সে সমস্যা সমাধান করে দেন। বলেন, একশো ডোজ কোভিশিল্ড পাঠিয়ে দিলেই তিনি একশো ডোজ কোভ্যাক্সিন দিয়ে দেবেন।