Barak UpdatesHappeningsBreaking News

দাস কলোনিতে দুর্ঘটনা, হত ১,
Tipper crushes to death a 49 year old man at Das Colony

৯ জানুয়ারি: শনিবার দুপুরের ঘটনা৷ টিপারের চাকা পিষে দিল দাস কলোনির এক ব্যক্তিকে৷ ৪৯ বছর বয়সী প্রাণতোষ মিত্র সবে ঈশানী ওয়াজেদ আলি লেন থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিলেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে৷ নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি রাস্তায় পড়ে যান৷ ঠিক তখনই ওই রাস্তা ধরে এগোচ্ছিল একটি  টিপার৷ সোজা উঠে যায় প্রাণতোষবাবুর ওপর৷ চালক ব্রেক কষে দাঁড়িয়ে পড়লেও বাঁচানো যায়নি তিন সন্তানের জনক প্রাণতোষবাবুকে৷ জনতা  টিপারচালককে আটকে রাখলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে৷ বাজেয়াপ্ত করা হয়েছে  টিপারটিকে৷ আইন ভেঙে দিনদুপুরে দাস কলোনিতে টিপারের চলাচল ঘিরে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker