Barak UpdatesHappeningsBreaking News

দিল্লি গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত রূপমের সভ্য বুদ্ধ দাস
Retd APDCL employee Budhha Das from Public School Road dies of Covid in Delhi

ওয়েটুবরাক, ৭ মেঃ ছেলে-মেয়ে দুজনই সপরিবারে দিল্লিতে থাকে। তাদের দেখতেই মার্চে শিলচর পাবলিক স্কুল রোডের বাড়ি থেকে সস্ত্রীক রওয়ানা হয়েছিলেন। আর ফেরা হল না মৃগাঙ্কশেখর দাস (বুদ্ধ)-এর। দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে আজ শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর স্ত্রী, পুত্রবধূও দিল্লিতে চিকিৎসাধীন।

Rananuj

বুদ্ধবাবুর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল তিনি অসুস্থতা বোধ করেন। সে দিনই দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়। ধরা পড়ে, তিনি কোভিডে আক্রান্ত। অক্সিজেনের মাত্রা দ্রুত অনেকটা নেমে যায়। তবে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন বুদ্ধবাবু। পরবর্তী টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু করোনা তাঁর ফুসফুস ও কিডনিতে এমন ছাপ রেখে যায় যে, বুদ্ধবাবু সুস্থ হয়ে উঠতেই পারলেন না। আগে থেকে তিনি ডায়াবেটিকের রোগী ছিলেন। ফলে এত সবের সঙ্গে লড়াইয়ে আর জিততে পারেননি।

মৃগাঙ্কশেখর ওরফে বুদ্ধবাবু এএসইবি-তে চাকরি করতেন। ২০১৬ সালের ৩১ আগস্ট সুপারিন্টেন্ডেন্ট পদ থেকে অবসর নিয়েছিলেন। তাঁর মৃত্যু সংবাদ শিলচরে পৌঁছাতেই বৃহত্তর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

বুদ্ধবাবু রূপমের সক্রিয় সভ্য ছিলেন। সংস্থার বহু নাটকে অভিনয় করেছেন। রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, “তিনি আশির দশক থেকে ওতপ্রোতভাবে সংগঠনের সঙ্গে জড়িয়ে ছিলেন।তাঁর মৃত্যুতে কিছু বলার মত ভাষা আমার নেই।”

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সম্পাদক ড. জয়ন্ত দেবরায় বলেন, “তিনি আমার প্রতিবেশী ছিলেন। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। এমন অমায়িক, সদাহাস্য মানুষটিকে আর দেখব না, ভাবতে পারছি না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker