Barak UpdatesHappeningsBreaking News

সড়কের পর রেলে! বদরপুরে দাঁড়িয়ে তিন ওয়াগন বার্মিজ সুপারি!
After roadways, consignment of 3 wagons of Burmese betel nut halted at Badarpur!

৬ অক্টোবর: সুপারি সিন্ডিকেট নিয়ে চর্চার শেষ নেই৷ বিধানসভার অধিবেশনেও প্রসঙ্গটি উত্থাপিত হয়৷ কিন্তু সব কথাই হয় সড়কপথ ঘিরে৷ মায়ানমার থেকে মিজোরাম বা মণিপুর হয়ে বরাক উপত্যকাকে করিডর করে অন্যত্র পাচার হয়ে যাওয়া৷ ভারত সরকার বা কোনও রাজ্য সরকারকে শুল্ক, আবগারি মাশুল ইত্যাদি দেওয়ার ব্যাপার নেই, কাগজপত্র নিয়েও ছুটোছুটি নেই৷

এবার প্রকাশ্যে এল নতুন পরিবহন মাধ্যম, নতুন রুট৷ মণিপুরের জিরিবাম থেকে মায়ানমার বা বার্মিজ সুপারি নিয়ে রওয়ানা হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মালগাড়ি৷ গন্তব্য হাওড়া স্টেশন৷ কাগজপত্রে অবশ্য ঘুণাক্ষরেও সুপারির উল্লেখ নেই৷ বুকিং, লোডিং সবেতেই লেখা খেজুর৷ কেন্দ্রীয় শুল্ক দফতরের দাবি, ওয়াগনগুলিতে  রয়েছে মায়ানমারের সুপারি৷ রেলের এরিয়া ম্যানেজারকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন সে কথা৷ এর পরই বদরপুর জংশনে মালগাড়িটিকে আটকে দেওয়া হয়৷ কিন্তু এখন দেখা দিয়েছে অন্য জটিলতা৷

বদরপুর এরিয়া ম্যানেজার এস উমেশ জানিয়েছেন, মালপত্র পরীক্ষা বা আটকে দেওয়া, যাই হোক, করতে হয় যাত্রা শুরুর আগে৷ আর বাজেয়াপ্ত করা যায় শুরু বা শেষ স্টেশনে৷ এটাই বিভাগীয় নিয়ম বলে উল্লেখ করেন তিনি৷ উমেশের কথায়, পথে কোনও কারণেই ওয়াগন খোলা যায় না৷ সিলড ওয়াগনে হাত দেওয়ার ক্ষমতা মাঝপথে কারও নেই৷ তাই তিনি হাওড়া স্টেশনে সব জানিয়ে রেখেছেন৷

কিন্তু শুল্ককর্তারা এখান থেকে মালগাড়িটিকে ছাড়তে নারাজ৷ তাঁদের দাবি, নিশ্চিত হয়েই এরিয়া ম্যানেজারকে চিঠি লেখা হয়েছে৷ তাঁরা বদরপুরেই ওয়াগন পরীক্ষা করতে চান৷ মায়ানমারের সুপারি এখানেই বাজেয়াপ্ত করবেন বলে দাবি তাঁদের৷ এরিয়া ম্যানেজার উমেশ বললেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি৷  নির্দেশ অনুযায়়ী ব্যবস্থা নেওয়া হবে৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker