India & World UpdatesBreaking News
দেশের ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউজিসি
২৪ জুলাই : দেশের ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)। এই বিশ্ববিদ্যালয়গুলো এ দেশে কাজ করছে। তালিকা অনুযায়ী ভুয়ো বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আটটি৷ তারপরেই দিল্লির স্থান। সেখানে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭টি৷ পশ্চিমবঙ্গে রয়েছে দুটি প্রতিষ্ঠান। পাশাপাশি ওডিশাতেও রয়েছে দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয়। অন্যদিকে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র ও পণ্ডিচেরিতে রয়েছে একটি করে এ ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়।
তবে যে ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে ১৪টি ২০০৫-০৬ সাল থেকে ভুয়ো বলে চিহ্নিত ছিল। কারণ তখন প্রকাশিত ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম ছিল৷ এর মধ্যে আবার চারটি দিল্লির এবং সাতটি উত্তরপ্রদেশের।
ইউজিসি-র তালিকায় থাকা ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয় হচ্ছে —-
- Commercial University Ltd, Daryaganj, Delhi.
- United Nations University, Delhi.
- Vocational University, Delhi.
- ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi-110008.
- Indian Institution of Science and Engineering, New Delhi.
- Viswakarma Open University for Self-employment, India Rozgar Sewasadan, 672, Sanjay Enclave, Opp. GTK DEPOT, New Delhi-110033.
- Adhyatmik Vishwavidyalaya (Sprirtual University), 351-352, Phase-1, Block-A, Vijay Vihar, Rithala, Rohini, Delhi-110085.
- Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum (Karnataka),
- St. John’s University, Kishanattam, Kerala.
- Raja Arabic University, Nagpur (Maharastra)
- Indian Institute of Alternative Medicine, 80, Chowringhee Road, Kolkata-20. ( West Bengal)
- Institute of Alternative Medicine and Research, 8-A, Diamond Harbor Road Builtech inn 2nd Floor, Kurpukur, Kolkata-700063. (West Bengal)
- Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP)
- Mahila Gram Vidyapith/Vishwavidyalaya, (Women’s) University, Prayagraj, (U. P.)
- Gandhi Hindi Vidyapith, Prayagraj, Uttar Pradesh.
- National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.
- Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, (UP).
- Uttar Pradesh Vishwavidyalaya, Koshi Kalan, Mathura (UP).
- Maharana Partap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh (UP).
- Indraprastha Shiksha Parishad, Institutional Area, Kohoda, Makanpur, Noida Phase-II, (UP).
- Nababharat Shiksha Parishad, Anupooma Bhawan, Plot No. 242, Pani Tanki Road, Shaktinagar, Rourkela-769014. (Odisha)
- North Orissa University of Agriculture & Technology, University Road Baripada, Distt. Mayurbhanj, Odisha-757003.
- Sree Bodhi Academy of Higher Education, No. 186, Thilaspet, Vazhuthavoor Road, Puducherry-605009.