Barak UpdatesHappeningsBusinessFeature Story
বিন্নাকান্দিঘাট পোস্টমাস্টারের বিরুদ্ধে মামলাCase filed against postmaster of Binnakandi
১৮ মার্চ: বিন্নাকান্দিঘাট পোস্টমাস্টারের বিরুদ্ধে ছিনতাই, মারধর ও গ্রাহকের টাকা ফিরিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে৷ চন্দন রবিদাস নামে ওই এলাকারই এক গ্রাহক তার বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন৷ চন্দনবাবু বলেন, তিনি একটি রেকারিং অ্যাকাউন্ট খুলেছিলেন স্বস্তিপল্লী শাখা ডাকঘরে৷ ২০১৮ সালের জানুয়ারিতে এর মেয়াদ ফুরোয়৷ বিভিন্ন কারণে এতদিন তিনি যেতে পারেননি৷ গত সপ্তাহে যান ওই টাকা তুলতে৷ স্বস্তিপল্লী শাখার পোস্টমাস্টার সব লেখালেখি করে একটি উইথড্রয়াল ফর্ম দিয়ে দেন তাকে৷ ওইটি নিয়ে বিন্নাকান্দিঘাট ডাকঘরে জমা করলেই টাকা মিলবে বলে জানানো হয়৷
কিন্তু সেখানে গিয়েই বিবাদ বাঁধে৷ টাকা মেটানোর বদলে পোস্টমাস্টার গালিগালাজ করতে থাকেন৷ প্রতিবাদ করতেই অন্য ডাককর্মীদের সঙ্গে নিয়ে পোস্টঅফিসে তাকে আটকে রাখেন৷ মারধর করে উইথড্রয়াল ফর্ম, প্যান কার্ড, ভোটার আইডি, নগদএক হাজার টাকা ও দুটি মোবাইল রেখে দেন৷ এটি মঙ্গলবারের ঘটনা৷ প্রতিবাদে বুধবার এলাকার বিশিষ্ট মানুষদের কাছে বিচার চাইলে মোবাইল দুটি ফিরিয়ে দেওয়া হয়৷ বাকি জিনিস পোস্টমাস্টার ফিরিয়ে দিতে চাননি৷ চন্দনবাবু এখন জমানো টাকা ফিরে পেতে আদালতের দ্বারস্থ৷ তিনি মারধর, ছিনতাইরও বিচার চান৷