Barak UpdatesHappeningsBreaking News
ফেসবুক থেকে বাতিঘরের মহিলারা দয়াপুরে ত্রাণ বন্টনেRelief distributed by Facebook group ‘Batighor’ at Dayapur
২১ এপ্রিল: শিলচরের বিভিন্ন বয়সের ও পেশার মহিলারা গঠন করেছেন ফেসবুক গ্রুপ ” বাতিঘর”৷ নিজেদের নানা বিষয় সেখানে চর্চা হয়৷ মত বিনিময় করেন নানা ইস্যুতে৷ ব্যক্তিগত টুকিটাকি থেকে সামাজিক সমস্যা কিছুই বাদ পড়ে না৷ দেশের ভালমন্দ নিয়ে ভারি কথাও সমান গুরুত্ব পায় গ্রুপে৷ তাঁরাই মঙ্গলবার ছুটে গেলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের দয়াপুর ৯ নং ওয়ার্ডে৷
লকডাউনের দরুন সঙ্কটে পড়া দুস্থদের পাশে দাঁড়ান৷ সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা৷ ৫৯ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তাঁরা। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ, বিস্কুটের সঙ্গে দেওয়া হয় সাবানও৷
বাতিঘরের পক্ষে এ দিন উপস্থিত ছিলেন সংহিতা চৌধুরী ও শাশ্বতী ভট্টাচার্য৷ ছিলেন অধ্যাপক গুণাকর দাস, নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, বাপ্পী আচার্য, ভাস্কর সোম, সুমন কর ও দীপঙ্কর দাস। খাদ্যসামগ্রী হাতে পেয়ে দুস্থরা বলেন, অন্তত কিছুদিন পরিবারের সবাইকে নিয়ে দুমুঠো খাওয়ার ব্যবস্থা হল!