Barak UpdatesHappeningsBreaking News
মিজোরামের হিংসার প্রতিবাদে বরাক বনধ সর্বাত্মকReign of terror unleashed by Mizoram: Barak Bandh successful
ওয়েটুবরাক, ২৮ জুলাইঃ মিজোরামের গুলিচালনায় আসাম পুলিশের ছয় জওয়ানের মৃত্যুর প্রতিবাদে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের ডাকা বারোঘণ্টার বরাক বনধ সর্বাত্মক। তিনজেলাতেই দোকানপাট বন্ধ। চলছে না বাণিজ্যিক যানবাহন। অফিস-কাছারিতেও উপস্থিতির হার নগণ্য। বনধ ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট এই বনধ ডাকলেও স্থানে স্থানে সাধারণ মানুষ স্বেচ্ছায় পিকেটিংয়ে অংশ নিয়েছেন। তবে কোথাও পিকেটিংয়ের তেমন প্রয়োজন ছিল না। মানুষ স্বতস্ফূর্তভাবে এই বনধে সাড়া দিয়েছে।
সকাল থেকে বনধ সর্বাত্মক করে তোলায় তিন জেলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।
আসাম-মিজোরাম সীমাবিবাদ সুপ্রিম কোর্টে টেনে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন মিডিয়া ইনচার্জ জয়দীপ ভট্টাচার্য৷ তিনি বলেন, তাতে সীমাবিবাদ দীর্ঘকালের জন্য ঝুলে থাকবে৷ বিডিএফের দাবি, কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখানে পাঠাক৷ এরাই সকলের সঙ্গে কথা বলে দুই রাজ্যের সীমা চূড়ান্ত করুক৷