Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে মহিলা ভোটকর্মীদের রিহার্সাল
Rehearsal of female poll staff done in Karimganj

ওয়েটুবরাক, ১ মার্চ: করিমগঞ্জে মহিলা ভোটকর্মীদের জন্য বিশেষ গ্রুপ প্রশিক্ষণের পাশাপাশি এক রিহার্সালেরও আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ মার্চ দুই দিনের ওই প্রশিক্ষণ ও রিহার্সাল করিমগঞ্জ সরকারি স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে শিফট থাকবে। সকাল দশটা থেকে একটা। আর দেড়টা থেকে সাড়ে চারটা। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পোলিংয়ের পাশাপাশি কাউন্টিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন ৫৭৬ জন মহিলা৷
