Barak UpdatesHappeningsBreaking News
চাকরির পরীক্ষা : রবিবার ভারি বাণিজ্যিক যান নিয়ন্ত্রণ করা হবে বরাকেRecruitment Exam: Movement of heavy commercial vehicles restricted
ওয়েটুবরাক, ২৭ আগস্ট : গত ২১ আগস্ট চতুর্থ শ্রেণির নিযুক্তি পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে আগামীকাল, ২৮ আগস্ট বরাক উপত্যকায় যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷ এ দিন ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং আবার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বরাক উপত্যকায় ভারি বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে৷
স্পেশাল ডিজিপি জিপি সিং আজ এই সংবাদ জানান৷ উচ্চ স্তরের নির্দেশ পেয়েই উপত্যকার তিন জেলার বড়-মেজ পুলিশকর্তারা নির্দেশ বাস্তবায়নে উপযুক্ত ছক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন৷ আগামীকাল যে ট্রাফিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে, তা তাদের জোর তৎপরতাতেই স্পষ্ট৷
Movement of heavy commercial vehicles would remain regulated to & fro between Cachar – Karimganj – Hailakandi on August 28th from 4 to 10 AM and PM to facilitate movement of candidates appearing in recruitment test. @mygovassam @mygovassam @CMOfficeAssam
— GP Singh (@gpsinghips) August 27, 2022