India & World UpdatesHappeningsBreaking News
RBI keeps repo rate unchanged at 5.15%রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
৬ ফেব্রুয়ারি : অপরিবর্তিতই থাকল রেপো রেট। আরবিআই জানায়, রেপো রেট থাকছে ৫.১৫ শতাংশই। রিভার্স রেপো রেট থাকছে ৪.৯০ শতাংশ। ব্যাঙ্করেট থাকছে ৫.৪০ শতাংশ। এর আগে গতবছরের ডিসেম্বরে মনে করা হচ্ছিল চলতি আর্থিকবর্ষে ষষ্ঠবারের জন্য কমানো হতে পারে রেপো রেট। তবে সেই অনুমানকে ভুল প্রমাণ করে ও সবাইকে অবাক করে রেপো রেটে কোনও বদল আনেননি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এবারও সেই পথেই হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক।
এদিকে পরপর দুই বার রেপো রেট অপরিবর্তিত রাখার পর পরের কিস্তিতে রেপো রেটে বদল আনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ডিসেম্বরে বার্ষিক মুদ্রাস্ফীতির হার পৌঁছেছিল ৪.৬২ শতাংশ। গত ১৫ মাসে এটি সর্বোচ্চ ছিল। তাই ব্যঙ্কিং ক্ষেত্রের বিশেষজ্ঞরা মনে করেছিলেন, ২৫ বেস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখনও পর্যন্ত চলতি আর্থিকবর্ষে রেপোরেটের ক্ষেত্রে ১৩৫ পয়েন্ট কমানো হয়েছে।
রেপোরেট প্রকাশের মধ্যেই আজ উর্ধ্বগামী হয় শেয়ার মার্কেট। বাজার খুলতেই ১৯৯.৫৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। শেয়ার বাজারের সূচক পৌঁছায় ৪১,৩৪২.১৯ পয়েন্টে। নিফটিও বাড়ে ৬২.১ পয়েন্ট। সকালে শেয়ার বাজারের উত্থানের ফলে বিপুল অর্থের বিদেশি বিনিয়োগ হয়েছে। পাশাপাশি দেশীয় সংস্থাগুলির ক্ষেত্রেও বিনিয়োগের হার ভালো ছিল।