১ নভেম্বরঃ করিমগঞ্জে গিয়ে পূর্ববঙ্গের ভাষাশহিদদের সম্মান জানালেন এআইসিসি সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত ! তাঁর ট্যুইট দেখে সে-কথাই জানা যায়। করিমগঞ্জের মানুষ অবশ্য তাঁদের শহরে পূর্ববঙ্গের ভাষাশহিদদের স্মারক খুঁজে পাননি। তবে স্থানীয় কংগ্রেস নেতাদের ব্যাপক প্রচারে তাঁরা জানতে পেরেছেন, বুধবার অসম কংগ্রেসের পর্যবেক্ষক রাওয়াত একাদশ ভাষাশহিদের স্মৃতিতে নির্মিত স্মারকে পুষ্পাঞ্জলি দিয়েছেন। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বরা।
Tweet of Congress leader Harish Rawat
১৯৬১ সালের তাঁদের প্রাণদানের বিনিময়েই বরাক উপত্যকায় বাংলা সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েই ট্যুইট করে দিলেন, ‘পূর্ববঙ্গের ভাষা আন্দোলনে যাঁরা শহিদ হয়েছিলেন, করিমগঞ্জে এসে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম।’ তাঁর এই ট্যুইটের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। অনেকে তা রিট্যুইট করে কংগ্রেস নেতাদের কাছে জবাব চাইছেন। কিন্তু এ পর্যন্ত কেউ কিছু বলতে পারেননি। যাদের কাছেই মন্তব্য খোঁজা হয়েছে, সবাই লজ্জিত কণ্ঠে বললেন, ‘দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না। ‘
ট্যুইটারে অবশ্য রাওয়াতের পূর্ববঙ্গের ভাষাশহিদদের শ্রদ্ধা জানানোর পোস্টটি রয়ে গিয়েছে এখনও। যথরীতি পাশে সেই একাদশ ভাষা শহিদস্মারকের ছবি।