Barak UpdatesHappeningsBreaking News
উনিশের অনুষ্ঠান সূচি ঘোষণা করল ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি
ওয়েটুবরাক, ১২ মে: সাংবাদিক সম্মেলন আহ্বান করে উনিশের অনুষ্ঠান সূচি ঘোষণা করল ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি৷ সভাপতি বাবুল হোড় ও সম্পাদক রাজীব কর জানান, তাঁদের এ বারের কর্মসূচিতে রয়েছে, ১৬ মে বিকেল ৪টা থেকে ‘বরাকের আওয়াজ’-এর আহ্বানে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে গান্ধীবাগ উনিশের শহিদ মিনার পর্যন্ত ‘অমর উনিশের মহামিছিল’-এ অংশগ্রহণ। ১৭ মে ২০২৪ বিকেল ৪টা থেকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের আহ্বানে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’ শীর্ষক উনিশের পথচলায় অংশগ্রহণ।
১৮ মে, ২০২৪ তারিখে শহিদ বেদী প্রাঙ্গণ এবং উনিশের সহযোদ্ধা ভোলা চক্রবর্তী স্মৃতি মঞ্চের সূচি : দুপুর ২টা থেকে দেওয়াল এবং পথ আলপনা। সহযোগিতায়ঃ চারুকলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফাইন আর্টস, শিলচর। দায়িত্বেঃ নির্মল কান্তি রায়, সমিত রায়, শেখর চৌধুরী, প্রদীপ শীল, এবং বীর চক্রবর্তী
দুপুর ২টা থেকে রবীন্দ্রনাথের গান, কবিতা, নৃত্য প্রতিযোগিতা৷ দায়িত্বেঃ স্বপন দাশগুপ্ত, সমর্পিতা ভট্টাচার্য, কিশোর কর, স্বপ্না সাহা এবং শেখর চৌধুরী৷
প্রত্যেক বিষয়ে প্রতিযোগীদের অংশগ্রহণে সহযোগিতা মূল্য ৫০/- টাকা ধার্য করেছেন তাঁরা।
সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:১৫ রবীন্দ্র ভাবনায় স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান (৪৫ মিনিট)৷ দায়িত্বেঃ স্বপন দাশগুপ্ত, সমর্পিতা ভট্টাচার্য, স্বপ্না সাহা এবং শেখর চৌধুরী
৭:২০ থেকে ৭:৫০ অমর উনিশে সমবেত রবীন্দ্রসঙ্গীত : তাতে অংশ নেবে গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়, কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থা, পারমিতা সঙ্গীতালয়।
৭:৫৫ থেকে ৮:০৫ উনিশের এককঃ শিল্পী সুস্মিতা দাস চাকি।
৮:০০ থেকে ৮:৫৫ অমর উনিশের আলোচনাঃ বিষয়ঃ ‘কবির শহরে উনিশের কবিতা’।
অংশগ্রহণে: দেবাশিস চন্দ ( কলকাতা), ভাস্বর বন্দ্যোপাধ্যায় (ঢাকা), চন্দ্রিমা দত্ত (শিলচর)৷
সঞ্চালনাঃ মহুয়া চৌধুরী
৯:০০ থেকে ৯:২০ অমর উনিশের ছন্দে : নৃত্যাঞ্জলি একাডেমি, হাইলাকান্দি৷
৯:২৫ থেকে ১০:০০ অমর উনিশের প্রজন্ম : বাংলা গানের দল ‘ফকিরা’, শিলচর।
১০:০৫ থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
অনুষ্ঠান সঞ্চালনায়ঃ বাচিকশিল্পী সুচরিতা ধর ও বিপ্লব বিশ্বাস
১৯ মে ২০২৪
অমর উনিশের শহিদ বেদী প্রাঙ্গণ এবং উনিশের সহযোদ্ধা ড. তাপস শঙ্কর দত্ত স্মৃতি মঞ্চের সূচি।
অমর উনিশের সকাল
৬:৩০ : উনিশের শহিদ বেদীতে মাল্যদান।
অমর উনিশের গানেঃ আর্য সংস্কৃতি বোধনী সমিতি, শিলচর।
অমর উনিশের সকালেঃ ‘বর্ণমালার রোদ্দুর’ উন্মোচন ও বিশিষ্টদের প্রাককথন।
অমর শহিদ কমলা ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্রী বর্ণালী ভট্টাচার্যের লেখা বই ‘THE SAGA OF BENGALI LANGUAGE MARTYRS’ এর উন্মোচন। দায়িত্বে নীহার রঞ্জন পাল। উপস্থিত থাকবেন মাসুদ করিম, স্বপন কুমার ভট্টাচার্য, আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ।
সঞ্চালনাঃ রাজীব কর, নিলয় পাল, সৌমিত্র দত্তরায়।
৭:২০ থেকে সাংস্কৃতিক কর্মসূচি৷ অংশগ্রহণে
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, রামানুজ গুপ্ত মেমোরিয়েল চ্যারিটেবল ট্রাস্ট, প্রণবানন্দ বিদ্যামন্দির, ডনবস্কো স্কুল, তারাপুর গার্লস হাইস্কুল, হিরণপ্রভা দেব শিশুমন্দির, ডেফোডিলস স্কুল, শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুল সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সাথে উনিশে শ্রদ্ধা জ্ঞাপনে আসা ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান। মঞ্চ দায়িত্বেঃ স্বপন দাশগুপ্ত, প্রদীপ শীল এবং বিপ্লব দেবনাথ।
বেলা ১১টা থেকে উনিশের রক্তদান শিবির।
সহযোগিতায়ঃ, এস এম দেব মেমোরিয়াল সিভিল হাসপাতাল, শিলচর। দায়িত্বেঃ নিলয় পাল, রবি বসু, ভজন সরকার, শান্তনু রায় এবং কানু পাল।
দুপুর ২টা থেকে অংকন প্রতিযোগিতা। দায়িত্বেঃ প্রদীপ শীল, কিশোর কর, শান্তনু রায়, বীর চক্রবর্তী৷ এ ক্ষেত্রেও প্রত্যেক বিষয়ে প্রতিযোগীদের অংশগ্রহণে সহযোগিতা মূল্য ৫০/- টাকা ধার্য করেছেন তাঁরা।
দুপুর ২:৩৫ : ১৯৬১ সালের ১৯ শে মে ঠিক এই সময়ে এই পূণ্যভূমিতে আমাদের প্রাণপ্রিয় ভাষাসংগ্রামীদের ওপর বুলেট আক্রমণ করেছিল তৎকালীন আসাম সরকারের পুলিশ। মাতৃভাষা জিন্দাবাদ ধ্বনিতে শহিদত্ব বরণ করেছিলেন একাদশ তরুণ-তরুণী৷ তাঁদের স্মরণে গান্ধীবাগের শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও শহর জুড়ে এক মিনিট সামগ্রিক নীরবতা পালন।
দুপুর ২:৪০ থেকে ৫ জ্যৈষ্ঠ স্মরণ অনুষ্ঠান।
সহযোগিতায়ঃ আর্য সংস্কৃতি বোধনী সমিতি, শিলচর। দায়িত্বেঃ বিপ্লব দেবনাথ ও সমর্পিতা ভট্টাচার্য।
উনিশের সন্ধ্যা
সন্ধ্যা ৬টাঃ সম্মানিত বিশিষ্টদের হাত দিয়ে উনিশের এগারো প্রদীপ প্রজ্জ্বলন ৷ সঙ্গে অমর উনিশের সঙ্গীতঃ শ্রুতি মিউজিক একাডেমি, শিলচর
৬:৩০ থেকে ৭:৩০ তথ্যচিত্র “ আসামের বাংলা ভাষা আন্দোলন” উন্মোচন ও প্রদর্শন। পরিকল্পনা, প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনাঃ মাসুদ করিম, ঢাকা, বাংলাদশ।
সম্প্রচার সহযোগী; বীক্ষন সিনে কমিউন, শিলচর।
৭:৩৫ থেকে ৭:৫৫ উনিশে সমবেত: আর্য সংস্কৃতি বোধনী সমিতি, রূপম সাংস্কৃতিক সংস্থা।
৮:০০ থেকে ৮:২০ উনিশের উচ্চারণেঃ চারুকথা, শিলচর।
৮:২৫ থেকে ৯:০৫ উনিশের আগামী প্রজন্ম।
সৃজিতা ভট্টাচার্য, কৌশিকী ভট্টাচার্য, অর্কদ্যুতি নাথ, অক্সরা রায়, অদ্রিজা সরকার।
৯:১০ থেকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি। শিল্পী দেব চৌধুরী, কলকাতা।
অনুষ্ঠান সঞ্চালনায়ঃ বাচিকশিল্পী সমর্পিতা ভট্টাচার্য ও রাজু সেনগুপ্ত।
২০মে ২০২০ # উনিশের সহযোদ্ধা অমর খান্ডেলওয়াল স্মৃতি মঞ্চ
°সন্ধ্যার অনুষ্ঠান
৬:৩০টা থেকে ৭:১০ উনিশে সমবেত।
শিলচর সংগীত বিদ্যালয়,, মাতৃভাষা ঐক্য মঞ্চ, (উধারবন্দ), স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা, (শিলচর), সুরনন্দন (করিমগঞ্জ ও শিলচর)
°৭:১৫ থেকে °৮:০০ উনিশের দুই প্রজন্মঃ দেবজিৎ সাহা ও দাবিকা সাহা৷
৮:১০ থেকে °৯:০০ একুশের উচ্চারণে উনিশঃ
একুশের পদকপ্রাপ্ত বরেণ্য বাচিকশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ঢাকা, বাংলাদেশ।
৯:১০ থেকে °১০:০০ উনিশের গানের দল ‘দলছুট’
°অনুষ্ঠান সঞ্চালনায়ঃ বাচিকশিল্পী পঞ্চতপা চৌধুরী ও অংশুমান আচার্য
°আঠারো থেকে কুড়ি মে’র সমগ্র অনুষ্ঠানের বাদ্যযন্ত্রে দলছুটের যন্ত্রীরা-
কানাইলাল দাস, রাজীব পালচৌধুরী, বিশ্বজিৎ দেব, টনি দাস, শোভন দাস, সুকান্ত সূত্রধর, সন্দীপ ভট্টাচার্য, তাওবেম রাতুল সিংহ।
°মঞ্চ নির্মাণঃ টিক্লু নাথ, °আলো এবং ধ্বনিঃ গোবিন্দ দাস।