Barak UpdatesIndia & World UpdatesHappenings

বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রার মাধ্যমে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন এবিভিপির

ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি :  বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রার মাধ্যমে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখা৷ বুধবার সকালে এবিভিপির মদনমোহন পার্ক লেন স্থিত বিভাগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখার সভাপতি ড. সমর দেব এবং সম্পাদক কিশলয় চক্রবর্তী । পরে শহরের রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সামনে থেকে বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা শুরু হয় । বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তেরঙ্গা যাত্রা মনোমুগ্ধ হয়ে ওঠে । ভারত মাতা কি জয়, বন্দেমাতরম স্লোগানের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশাত্মবোধক স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে ।

এই তেরঙ্গা যাত্রা শহর পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয় । সেখানে বক্তব্য প্রদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আসাম প্রান্ত সহ-সাংগঠনিক সম্পাদক নীরজ চৌধারকর, বিদ্যার্থী পরিষদের রাজ্য সহ-সভাপতি অধ্যাপক রতন কুমার দাস, শিলচর শাখার সভাপতি ড. সমর দেব , রাজ্য কার্য সমিতির সদস্য সুইটি দেব, শিলচর শাখার সহ-সম্পাদক রোহিত চন্দ, শিলচর নগর সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দাস প্রমুখ । এদিনের কার্যসূচি সঞ্চালনায় ছিলেন স্নেহাংশু শেখর ভট্টাচার্য । উল্লেখ্য, পরিষদ সমগ্র দেশ জুড়েই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তেরঙ্গা যাত্রা করে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker