Barak UpdatesHappeningsBreaking News

এটিএম প্রতারণা, কাছাড়-হাইলাকান্দিতে ৭ জন গ্রেফতার

ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : এটিএম কার্ড বদলে টাকা তুলে নেওয়ার ঘটনা বরাক জুড়ে ঘটে চলেছে৷ দুই পৃথক মামলার তদন্তে নেমে বরাক উপত্যকায় সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ কাছাড় জেলায় ধরা পড়েছে মোট ছয়জন, হাইলাকান্দিতে আরেকজন৷ পুলিশ জানিয়েছে, প্রথমে বুধবার হাইলাকান্দিতে সর্দার প্যাটেল রোডে এক বৃদ্ধের এটিএম বদলাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে আখতার হোসেন লস্কর৷ তাকে পরে পুলিশে দেওয়া হয়৷ জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম প্রকাশ করে৷ বৃহস্পতিবার রাতে তাকে সঙ্গে নিয়ে এসে পুলিশ কাছাড় জেলার ভাগাবাজার এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করে৷ ধৃতরা হলো আব্দুল হক মজুমদার, পিয়ার হোসেন লস্কর ও আজমল হোসেন লস্কর৷ তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির আটটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে৷

এ দিকে, মাসিমপুর এসবিআই এটিএম বুথেও সহায়তার নামে এক বৃদ্ধার এটিএম কার্ড বদলে নেয় প্রতারক চক্র৷ পরে তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় চল্লিশ হাজার টাকা তুলে নেয়৷ পুলিশ এজাহার পেয়ে এটিএম বুথের সিসিটিভি ফুটজ সংগ্রহ করে৷ প্রতারকদের ছবি পেয়ে যায় সেখানে৷ ধরা পড়ে তিনজন৷ এরা হলো সাহারুল ইসলাম লস্কর, জব্বার আলি ও সাদ্দাম হোসেন৷ জব্বার আগেও একবার এটিএম মামলায় ধরা পড়ে হাজতবাস করে আসে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker