India & World UpdatesHappeningsBreaking News
Railways increases passenger fare by 4 paise per kilometre ট্রেনের ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ১ থেকে ৪ পয়সা, কার্যকর মাঝরাত থেকেই
৩১ ডিসেম্বর : বাজেটের আগেই বেড়ে গেল ট্রেনের ভাড়া। রেলমন্ত্রক অবশ্য আগেই জানিয়েছিল, চলতি বছরেই বেড়ে যাবে রেলের ভাড়া। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি ২০২০-র ১ জানুয়ারি অর্থাত্ বুধবার থেকে কার্যকর করা হচ্ছে। ট্রেন অনুসারে কিলোমিটার প্রতি ১ থেকে ৪ পয়সা হারে ভাড়া বাড়ছে। আম-আদমির জন্য এটা নতুন বছরের শুরুতেই বেশ ধাক্কা। শুধু স্বস্তির যে লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না।
জেনারেল কম্পার্টমেন্টের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ছে। স্লিপার ক্লাসের জন্য বাড়ছে প্রতি কিলোমিটারে দু-পয়সা করে। মেল এক্সপ্রেসের জন্য প্রতি কিলোমিটারে দু-পয়সা এবং এসি কোচের জন্য চার পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। বেশ কয়েক বছর রেলের ভাড়া বাড়ানো হয়নি। গত বছর সংসদীয় কমিটি অনুমোদন করেছিল রেলের ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করা উচিত। রেলের আয়ের কথা মাথায় রেখেই এই ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরনো হারে জিএসটি নেবে রেল। এছাড়াও অন্যান্য সারচার্জ, রিজার্ভেশন ফি ইত্যাদির হার একই থাকছে।
রেল জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকেই নতুন হারে ভাড়া দিতে হবে। কাউন্টার বা অনলাইনে টিকিট কাটতে লাগবে বর্ধিত ভাড়া। ১০ বছর ধরে রেলের আয় একেবারে নিচে নেমে গিয়েছিল। রেলের পরিচালন অনুপাত ২০১৭-১৮ সালে ৯৮.৪৪-এ পৌঁছেছিল। ক্যাগ রিপোর্টে এই তথ্য জানার পর ভাড়া বাড়ানোর ব্যাপারে সিলমোহর দেওয়া হয়। এ দিন মধ্যরাত থেকেই ট্রেনের ভাড়া বেড়ে যাচ্ছে। ভারতীয় রেল জানিয়েছে, বন্দে ভারত, হামসফর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেস, মহামানা, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিব রথ, রাজ্য রানি, জন শতাব্দীর মতো বিশেষ ট্রেনের ক্ষেত্রে ভাড়া সংশোধন করা হবে ভ্রমণের শ্রেণির ওপর নির্ভর করে।
শেষবারের মতো ভারতীয় রেল ২০১৪-১৫ সালে যাত্রীদের ভাড়া বৃদ্ধি করেছিল। ভারতীয় রেল জানিয়েছে, সপ্তম বেতন কমিশনের অর্থ প্রদানের ফলে এবং আধুনিক যাত্রীদের সুযোগ-সুবিধার কারণে ভাড়া বাড়ানো জরুরি হয়ে পড়েছে। যাত্রীভাড়া বৃদ্ধির ফলে ভারতীয় রেলের পরিকাঠামো ও পরিষেবাগুলিকে দ্রুত পরিবর্তন করা যাবে।