India & World UpdatesHappeningsBreaking News
লালুর সঙ্গ ছাড়লেন রঘুবংশ প্রসাদ
১১ সেপ্টেম্বরঃ বিধানসভা ভোটের মুখে দল ছাড়লেন লালুপ্রসাদ যাদবের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, রাষ্ট্রীয় জনতা দলের গুরুত্বপূর্ণ নেতা রঘুবংশ প্রসাদ সিংহ। জেলবন্দি লালুপ্রসাদকে এক লাইনের চিঠি লিখে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন মনমোহন জমানার কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ। মাফিয়া ডন হিসাবে এলাকায় পরিচিত বৈশালীর প্রাক্তন সাংসদ রাম সিংহকে আরজেডি দলে নেওয়া হচ্ছে, এর জেরেই দল ছাড়লেন রঘুবংশ। এখন তিনি নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এ যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রঘুবংশ। সেরে উঠলেও এখনও কিছু শারীরিক সমস্যা থাকায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল থেকেই লালুপ্রসাদকে চিঠিতে লিখেছেন, ‘‘জননায়ক কর্পূরি ঠাকুরের মৃত্যুর পর থেকে দীর্ঘ ৩২ বছর ধরে আপনার সঙ্গে আছি। কিন্তু আর নয়।’’