India & World UpdatesHappeningsBreaking News
হাথরাসে যেতে বাধা, গ্রেফতার রাহুল গান্ধীRahul Gandhi ‘manhandled’ by cops, arrested along with Priyanka on way to Hathras
১ অক্টোবর : হাথরাস গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রাস্তায় গ্রেফতার হলেন রাহুল গান্ধী।কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তিনি এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী যখন দিল্লি থেকে উত্তর প্রদেশের দিকে যাচ্ছিলেন তখন হাথরাসে কিছুক্ষণ থামে তাদের গাড়ি। সেখানেই রাহুল-প্রিয়াঙ্কাকে বাধা দেয় উত্তর প্রদেশ পুলিশ।
তখন রাহুল গান্ধী ও কংগ্রেসের কয়েকশো সমর্থক রাস্তায় বসে পড়েন। পুলিশের সাথে চলে তুমুল বচসা। গলা ধাক্কা দেওয়া হয় রাহুল গান্ধীকে । এর ফলে রাহুল গান্ধী মাটিতে পড়ে যান। অবশেষে রাহুল গান্ধীকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ। জানা গেছে, কয়েক প্রস্থ লাগাতার ধস্তাধস্তি, লাঠিচার্জের পর এ দিন রাহুল গান্ধিকে আটক করা হয়। রাহুল প্রশ্ন তোলেন, ‘আমি কি অন্যায় করেছি? কোন আইনে আটক করা হচ্ছে আমায়?’
এ দিন যমুনা সেতুতে পৌঁছতেই ধাক্কাধাক্কির মধ্যে পড়েন রাহুল গান্ধী। গাড়ি যেতে বাধা দেওয়া হলে, রাহুল হেঁটে যাওয়া শুরু করেন। তখন শুরু হয় ধস্তাধস্তি। রাহুল-প্রিয়াঙ্কারা যমুনা সেতু থেকে নড়েননি। পুলিশের যুক্তি ছিল, পরিস্থিতি বেসামাল হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ যুক্তি না মেনে এগোতেই রাহুল গান্ধীকে আটক করা হয়। ক্ষুব্ধ রাহুল ট্যুইটারে লেখেন, “উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে। সরকার এতটাই ভীত যে কেউ শোকগ্রস্তের সঙ্গে দেখা করলেও সরকারকে ভয় পেতে হয়।”