NE UpdatesHappeningsBreaking News
সব বাঙালি বাংলাদেশি! মেঘালয়ে পোস্টারRacism at its height; Posters in Meghalaya reads ‘All Bengalis are Bangladeshis’
২২ অক্টোবরঃ মেঘালয়ের সব বাঙালি বাংলাদেশি! এমনই পোস্টার সাঁটল খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)। পুজোর মুখে নতুন করে উত্তেজনা ছড়ালো শৈলশহরে।
ফেব্রুয়ারিতে সিএএ বিরোধী আন্দোলনে সময় মেঘালয়ের ইছামতীতে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতিতে এক খাসি ট্যাক্সিচালকের মৃত্যু হয়। তার জেরে স্থানীয় বাঙালিদের গ্রামছাড়া হতে হয়। পুলিশ অনেককে ধরে নিয়ে যায়। জঙ্গি সংগঠন এইচএনএলসি-ও বাঙালিদের রাজ্য ছাড়ার হুমকি দেয়। ইছামতীর পুরুষদের এখনও গ্রামে ফিরতে দেওয়া হচ্ছে না, ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। গ্রামে থাকা মহিলা-শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বাঙালি, সিআরপিসি আন্দোলনে নামে। মঙ্গলবার তারা মেঘালয় সীমান্তে গিয়ে বিক্ষোভ দেখায়।
মালিডহরে গিয়ে শতাধিক মানুষ মেঘালয় সরকারের কাছে বঙ্গভাষীদের নিরাপত্তা চেয়ে স্লোগান দেয়৷ কাটিগড়ায় ধরনা দেন যুব কংগ্রেসিরা| বাঙালি সংগঠনের প্রতিনিধিরা মেঘালয়ের রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেন, বাঙালিদের বিরুদ্ধে পুলিশ, বিচারব্যবস্থা, প্রশাসন, ছাত্র সংগঠন, জঙ্গি সকলেই একজোট হয়েছে। সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেবও মেঘালয়ের বাঙালি নিগ্রহ নিয়ে মুখ খোলেন৷ নালিশ জানান প্রধানমন্ত্রীর কাছে।
এর পরই বুধবার মেঘালয়ের সব বাঙালিদের বাংলাদেশি বলে পোস্টার সাঁটে কেএসইউ। কোথাও লেখা হয়, ‘বাংলাদেশিরা মেঘালয়, ত্রিপুরা, অসম ও মিজোরামে অত্যাচার বন্ধ কর।’ সুস্মিতা দেবকেও মেঘালয়ের ব্যাপারে নাক না-গলাতে সতর্ক করা হয়। সুস্মিতাদেবী সেই পোস্টারের ছবি সহ প্রধানমন্ত্রী ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে ট্যাগ করে টুইটে লেখেন, ‘বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার তো দূরের কথা, মেঘালয়েই এমন ব্যানার! স্বদেশে বাঙালিদের উপরে নির্যাতনের আরও প্রমাণ লাগে কী?’
Forget about persecution in Bangladesh, this is a banner from Meghalaya.
Do we need more evidence of persecution of Bengalis in their own country.
Pls note the words ALL in the banner. @SangmaConrad @PMOIndia @PIBShillong pic.twitter.com/rObSiLN79I
— Sushmita Dev (@sushmitadevinc) October 21, 2020
মেঘালয় সরকার অবশ্য জানিয়েছে, বিষয়টি জানার পরেই পুলিশ গিয়ে সব ব্যনার সরিয়ে ফেলেছে। তবে মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী লাকমেন রিম্বুই বলেন, “বাংলা ও অসমে নির্বাচনের দিকে তাকিয়ে সুস্মিতা দেব হঠাৎ করে মেঘালয়ের বাঙালিদের ব্যবহার করে খামোকা বিতর্ক সৃষ্টি করতে চাইছেন। এতে কারও ভাল হবে না।” মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বক্তব্য, “পরিস্থিতি যাতে খারাপ না-হয় তাই আমরা খাসি ও বাঙালি সংগঠনগুলির সঙ্গে কথা বলছি। কেন্দ্রের সঙ্গেও কথা হচ্ছে।”