Barak UpdatesBreaking News
কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে সোমবার দেশব্যাপী ব্যবসা বনধPulwama attack: Traders convene 12-hour nationwide Trade Bandh on 18 February
TDC, HS & HSLC exams will continue as usual
১৭ ফেব্রুয়ারি : কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার শিকার হয়ে ৪৫ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার প্রেক্ষিতে সোমবার দেশব্যাপী ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স অর্থাৎ সিএআইটি। এ দিন ভারত ট্রেড বনধ আহ্বান করে ব্যবসায়ীরা শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সিএআইটির এই বনধ গুজরাট, কেরল, হিমাচল প্রদেশ মহারাষ্ট্রের কয়েকটি জেলা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, তামিলনাড়ু ইত্যাদি ১৮টি রাজ্যে পালন করা হবে।
সিএআইটির সর্বভারতীয় সভাপতি বিসি ভারতীয়া এবং সেক্রেটারি জেনারেল প্রবীন খান্ডেলওয়াল বলেন, এই বনধ কর্মসূচির আওতায় ব্যবসায়ীরা দিনভর কিছু না খেয়ে থাকবেন এবং মোমবাতি জ্বালিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। নিছক ব্যবসা বনধই নয়, এ দিন ব্যবসায়ীরা শহিদ পরিবারের সদস্যদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহও করবেন।
এ দিকে, আসামেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এই ব্যবসা বনধ-এ সামিল হয়েছে। শিলচরেও দিনটিতে ব্যবসায়ীরা তাদের বিক্রিবাটা বন্ধ রেখে এই বনধ-এ সামিল হবেন। গোলদিঘি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার মলের সব দোকান বন্ধ রাখা হবে। এ দিন ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।
The CIAT letter further stated that “no business activity will be held on that day. The bandh is organised to show the solidarity of traders with the nation and families of the martyrs.” Massive protests and candlelight marches were held on Friday in different parts of the country against the Pulwama terror attack which claimed the lives of 44 CRPF personnel. Emotions ran high as protesters converged throughout the nation to express solidarity with the families of the martyrs. Activists of different political parties, social groups and trader outfits joined common people during these demonstrations.
The 44 CRPF jawans who were martyred in a suicide attack in Jammu and Kashmir’s Pulwama on Thursday were returning from leave. More than 2500 CRPF personel were travelling in a convoy of 78 vehicles when a Jaish-e-Mohammad suicide bomber rammed a SUV carrying 350 kg of explosives into a bus carrying the CRPF troopers. There were no survivors in the bus. The Pakistan-based Jaish-e-Mohammed terror group has claimed responsibility for the attack.
Goldighi Mall Merchants Asociation has communicated that they will also keep the Mall closed for 12 hours.
Meanwhile, it was informed that TDC, HS and HSLC examinations will be held as usual.