Barak UpdatesHappeningsBreaking News
বঞ্চিতদের আবেদন খতিয়ে দেখা হবে, ধর্মঘট উঠল আসাম বিশ্ববিদ্যালয়েProtest withdrawn, VC assures to relook into the issues of those ‘deprived’
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি : ভর্তি প্রক্রিয়ায় স্নাতক পরীক্ষার নম্বর বিবেচনায় আনার দাবিতে অনুষ্ঠিত ছাত্র ধর্মঘট বেলা বারোটার আগেই প্রত্যাহৃত হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ নিজে ফোন করে ছাত্রনেতাদের বেলা বারোটায় বৈঠকে ডাকেন। তাঁর আহ্বানে বিক্ষোভ থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা। সকাল থেকে দাঁড়িয়ে থাকা শিক্ষক-শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী সবাই তখন বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। কিছু্ক্ষণের মধ্যে স্বাভাবিক হয় বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম।
বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক নাথ জানিয়েছেন, সমস্যা মিটে গিয়েছে। যে সব ছাত্রের ভর্তি সংক্রান্ত সমস্যা হচ্ছে, তাদের পৃথক পৃথক আবেদন করতে বলা হয়েছে। সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন। তবে তাঁর বিশ্বাস, স্নাতকের নম্বরের বদলে উচ্চ মাধ্যমিকের নম্বর ধরায় খুব বেশি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হননি। ফলে তাদের আবেদনগুলি গুরুত্বের সঙ্গে দেখা হবে।