Barak UpdatesHappeningsBreaking News

শিলচর শ্মশানে পজিটিভ দেহ যেতেই বিক্ষোভ
Protest mounts after body of deceased +ve patient brought at Silchar crematorium

২৯ জুলাই: শিলচর শহরের প্রবীণ নাগরিক বিমল পালের করোনাতেই মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিয়েছে স্টেট ডেথ অডিট বোর্ড৷ এরপরই দিনভর চর্চা চলে, কোথায় তাঁর অন্তেষ্টি হবে, কখন তাঁকে নিয়ে যাওয়া যাবে৷ বিমলবাবুর পরিবারকে বেলা ১২টায় জানানা হয়, যে কোনও একজন পিপিই কিট পরে শ্মশানে যেতে পারবেন৷ রওয়ানা হওয়ার আধঘণ্টা আগে তাদের জানানো হবে৷ কিন্তু সারাদিন অপেক্ষাতেই রইলেন৷ সন্ধ্যায় জেলা প্রশাসন জানায়, শিলচর শ্মশানেই অন্ত্যেষ্টি হবে শহরের কোভিডে প্রয়াত নাগরিক বিমল পালের৷ কিন্তু মৃতদেহ শ্মশানে পৌঁছতেই শুরু হয় এলাকাবাসীর বিক্ষোভ৷ তাদের বক্তব্য, এমন ঘনবসতি এলাকায় কোভিডে মৃতের অন্ত্যেষ্টি হতে পারে না৷

জেলাশাসক ও বিধায়ক যদি গোঁ ধরে শেষপর্যন্ত করোনায় মৃতকে এখানেই দাহকার্য করেন, তবে সুভাষনগর থেকে শ্মশান তুলে নেওয়ার জন্য আন্দোলনে নামবেন বলে একাংশ জনতা হুঁশিয়ারি দেন৷ তাঁরা করিমগঞ্জের উদাহরণ টেনে বলেন, এক পজিটিভ মৃতের অন্ত্যেষ্টিতে অংশ নিয়ে ২২ জন আক্রান্ত হয়েছেন সেখানে৷

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও নানা তরজা চলছে৷ শহরের অনেকের বক্তব্য, এতদিন প্রত্যন্ত অঞ্চলে অন্ত্যেষ্টি চলছিল, আজ সুভাষনগরে কেন? জেলাশাসক কীর্তি জল্লি এই সময়ে শিলচর শ্মশানঘাটে রয়েছেন৷ তিনি দেশবন্ধু রোডের এক প্রতিনিধি দলের সঙ্গে এ নিয়ে কথা বলেন৷ জল্লি তাঁদের জানান, এখন নিয়ম হয়েছে, কোভিড মৃতদের নিজের বিধানসভা কেন্দ্রেই অন্ত্যেষ্টি করতে হবে৷ শিলচরে যেহেতু শ্মশান রয়েছে, তাই তাঁর অন্ত্যেষ্টি এখানেই হবে৷ জেলাশাসক জোর দিয়েই বলেন, দাহকার্যে করোনা ছড়ায় না৷ একাংশ নাগরিক অবশ্য সোশ্যাল মিডিয়ায় জেলাশাসকের বক্তব্যকে সমর্থন করেন। তাঁদের কথায়, এই যুক্তিহীন ভীতি কাটিয়ে ওঠা উচিত। এলাকাবাসী অবশ্য বিক্ষোভ অব্যাহত রেখেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker