Barak UpdatesBreaking News
গরিব পড়ুয়াদের বিনা মাশুলে ভর্তির দাবিতে ধর্নায় এআইডিএসওProtest demonstration by AIDSO in demand of free admission for poor students
২৪ জুন : সারা রাজ্যের সঙ্গে সোমবার শিলচরেও এক লক্ষ টাকা কম আয়ের পরিবারের ব্যাক থাকা ছাত্রছাত্রীদের বিনা মাশুলে ভর্তি হওয়ার সুযোগ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করার প্রতিবাদে ধর্না প্রদর্শন করল এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। একইভাবে কলেজে ৭৫% উপস্থিতি যাদের নেই তারাও বঞ্চিত হবে বিনা মাশুলে ভর্তি হওয়ার সুযোগ থেকে। আসাম সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র সংস্থা সারা রাজ্যে তীব্র আন্দোলন সংগঠিত করে চলেছে।
এই আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার আসামের সব কলেজে এআইডিএসও’র আহ্বানে ছাত্ররা ক্লাস বয়কট করে। এ দিন শিলচরে সংগঠনের পক্ষ থেকে আসাম সরকারের এই সার্কুলার বাতিল করার দাবিতে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্না প্রদর্শন করা হয়। ধর্না প্রদর্শন করার সময় বক্তব্য রাখেন এআইডিএসও’র জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ।
তাঁরা বলেন, আসাম সরকার রাজ্যের দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ কেড়ে নিতে এই সর্বনাশা সার্কুলার জারি করেছে। এর ফলে ব্যাক পাওয়া গরিব ছাত্রদের বিনা মাশুলে ভর্তি হওয়ার সুযোগ নেই। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। ধর্নায় সামিল ছাত্ররা আওয়াজ তোলেন, এই ছাত্রবিরোধী সার্কুলার প্রত্যাহার করতে হবে। অন্যথায় তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।