India & World UpdatesBreaking News

মহিলাদের নিয়ে উক্তি, যাদবপুরের অধ্যাপককে দায়িত্ব থেকে অব্যাহতি
Professor at Jadavpur University stopped from teaching for making derogatory remarks on women’s virginity

১৬ জানুয়ারিঃ মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের দরুন অধ্যাপক কনক সরকারকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত রবিবার থেকেই তাঁর বিরুদ্ধে সরব হয়ে ওঠে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। বুধবার ছাত্র-শিক্ষক কমিটির সুপারিশের ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ড. ওমপ্রকাশ মিশ্র তাঁকে সরানোর নোটিশ ইস্যু করেন। উপাচার্য সুরঞ্জন দাস বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা, পঠন-পাঠন এবং পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে নিজেকে যুক্ত করতে পারবেন না কনক সরকার।’’

Rananuj

রবিবার ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকার। সেখানে তিনি মেয়েদের কুমারীত্বের তুলনা করেন ‘সিল্‌ড’ বোতল বা বিস্কুটের ‘সিলড’ প্যাকেটের সঙ্গে। তিনি আরও লিখেছিলেন, অনেক ছেলে এখনও বোকা। তারা শুধু কুমারী মেয়েকেই বিয়ে করার কথা ভাবে না। তাঁর মন্তব্য, একটি মেয়ে কুমারীত্ব নিয়ে জন্মায় এবং সেই কুমারী স্ত্রী দেবদূতের মতো।

এক জন অধ্যাপকের এই মন্তব্যের পরই  সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি প্রতিবাদে সরব হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সংগঠনগুলি। বিশ্ববিদ্যালয়ে মিছিলও করেন প্রতিবাদীরা। এর পরই তাঁকে দায়িত্ব থেকে  অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ জানুয়ারি বোর্ড অব স্টাডিজের বৈঠকে এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছেন।

এর আগে তাঁর সমালোচনা করেছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

January 16: Kanak Sarkar, a Professor in West Bengal’s Jadavpur University was divested of teaching duties with immediate effect after he made derogatory remarks like “Will you buy a drink with broken seal’ on women’s virginity. This led to huge uproar by the students of Jadavpur University. A female student also alleged that Sarkar told her that her figure is ‘model-like’, which ‘men would enjoy.’

Sarkar made headlines, in a now deleted FB post, “Are you willing to buy a broken seal while purchasing a bottle of cold drink or a packet of biscuits? A girl is born sealed from birth until it is opened. A virgin girl means many things accompanied with values, culture, and sexual hygiene. To most boys virgin wife is like angel.”

After making headlines over his misogynist Facebook post equating virgin girl to sealed bottle, Jadavpur University Professor Kanak Sarkar tried to defend his statement by saying that there is freedom of speech and expression. There may be some mistakes from my end but I haven’t done anything wrong as per law, Sarkar said. Earlier, he had posted several Facebook posts about women’s virginity that were extremely misogynistic and sexist. Jadavpur University Teachers’ Association (JUTA) General Secretary Partha Prarim Ray said that “JUTA strongly condemns such sexist comments.” His act was also condemed by State Women Commission Chairperson Lena Gangully.

Finally, on Wednesday, a notice was issued by Prof. Omprakash Mishra, head, Department of International relations of the university, wherein it was stated that “In view of the recommendation of the Student-Teacher Committee of the Department, Prof. Kanak Sarkar is divested of his teaching duties with immediate effect.”

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker