Barak UpdatesBreaking News

সুবীর করের জীবনাবসান
Prof. Subir Kar passes away

৬ ফেব্রুয়ারিঃ বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা গবেষক সুবীর কর আর নেই। বুধবার রাত ১০টা ১৫মিনিটে শিলচরেরই এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সুবীরবাবু বেশ কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী, ভাই সহ বহু ঘনিষ্টজনদের তিনি রেখে গিয়েছেন। ছেড়ে গিয়েছেন বহু শুভানুধ্যায়ীকেও।

Rananuj

লাতুর মালেগড়ে শহিদ হওয়া সিপাহীদের নিয়ে তিনি দীর্ঘ গবেষণা করেন। তাঁদের নিয়ে যে এলাকার মানুষ গীত রচনা করেছিলেন, কাজের ফাঁকে তাঁদের স্মরণেই সেইসব গীত গাইতেন, মূলত সুবীরবাবুই সে সব প্রকাশ্যে আনেন। গবেষণার পর এ সংক্রান্ত গ্রন্থও রচনা করেন। বহু নিবন্ধে তিনি জঙ্গিয়ার গীতের কথা উল্লেখ করেছেন। এ ছাড়াও ভাষা সংগ্রামের ইতিহাস সহ নানা ইস্যুতে তাঁর লেখালেখি বরাকের সাহিত্য ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঘনিষ্টজনেরা সবাই এই খবর পেয়ে শিলচর ছুটে আসছেন। ফলে রাতে তাঁর দেহ রেখে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে শিলচরেই শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রয়াত ডঃ সুবীর কর-এর নশ্বর দেহ বৃহস্পতিবার (০৭-০২-২০১৯) সকাল ৯টায় শিলচর বঙ্গভবনে নিয়ে আসা হবে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল ১০টা অবধি বঙ্গভবনে রাখা হবে এবং সেখান থেকে শিলচর শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে।

February 6: Eminent educationist, researcher of high repute, a scholar of exceptional caliber, Prof. Subir Kar breathed his last at 10.15 PM on Wednesday in a private Nusing Home at Silchar. He died at the age of 79. He was the retired Head of the Department of Bengali in Assam University and former central president of Barak Upottaka Banga Sahitto O Sanskrtitik Sammelan. Prof. Kar was suffering from cancer since a couple of months. He has left behind his wife, rher and host of kith and kin.

He has done extensive research on the soldiers who attained martyrdom at Malegarh in Latu. He travelled extensively in those areas and collected folk songs. He often used to sing those tunes during his leisure. Infact, he brought those flok collections to surface. He even published a book based on his research. He has written a number of scholarly articles in reputed books and journals. Apart from this, Prof. Kar has also written on the language movement of Barak valley. His writings has infact enriched the history and culture of this valley.

His family sources have revealed that his near and dear ones are all arriving at Silchar after getting the news of his demise. His last rites will be performed in Thursday morning at Silchar.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker