Barak UpdatesBreaking News
করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বন্দি বিনিময়Prisoners exchanged at international border in Karimganj
৩০ মেঃ বৃহস্পতিবার প্রকৃত অর্থেই বন্দি বিনিময় হয়েছে ভারত-বাংলাদেশে। গত বছর থেকে দুই শিশু সহ বাংলাদেশের নাগরিকদের দফায় দফায় মুক্ত করে সে দেশের হাতে তুলে দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশের জেলে থাকা বেশ কয়েকজন ভারতীয় বন্দি সীমান্ত অতিক্রমে সক্ষম হয়েছেন। কিন্তু একইদিনে দুই দেশের বন্দিকে নিজ দেশে পৌঁছানোর ঘটনা আগে আর ঘটেনি।
বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সুতারকান্দি সীমান্তে নিয়ে আসা হয় দুই ভারতীয় নাগরিককে। হোজাই জেলার অমুলিপুখুরি গ্রামের ইকবাল হোসেন দিলোয়ার ও সেলিম উদ্দিন দুই বছর আগে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে গিয়ে ধরা পড়ে যায়। অন্যদিকে বাবলু রাই ঘাটোয়ার চার বছর আগে ভারতে অনু্প্রবেশ করে পাথারকান্দিতে নিরাপত্তা রক্ষীদের জালে আটকা পড়ে। শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তাকে আজ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে সুতারকান্দি নিয়ে যাওয়া হয়। পরে বন্দি বিনিময় হয়।
ইকবাল ও সেলিমকে বাড়ি পৌঁছে দিতে করিমগঞ্জে আসে হোজাই পুলিশ। একইভাবে শ্রীমঙ্গলের লালটিলার বাবলুকে নিতে সুতারকান্দি সীমান্তে আসেন তার এলাকার নিরাপত্তা রক্ষীরা। উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শেষে বেলা একটায় বন্দি বিনিময় ঘটে। তখন উপস্থিত ছিলেন বিএসএফের ৭ নং ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ড্যান্ট যশবন্ত সিং, শ্রীমঙ্গলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, বর্ডার গার্ড অব বাংলাদেশের গজুকাটা ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন প্রমুখ।