NE UpdatesBarak Updates

ত্রিপুরায় বিজেপিই জিতল
BJP finally wins in Tripura by-poll

২৭ সেপ্টেম্বরঃ ত্রিপুরার বাধারঘাট বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ৫ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন। ভোট গণনার শুরু থেকেই গেরুয়া বাহিনী এগিয়ে থাকে। পরে প্রতি রাউন্ডে ব্যবধান বাড়িয়ে যায়। চূড়ান্ত ফলাফলে বিজেপির মিমি মজুমদার ২০ হাজার ৪৮৭ ভোট পেয়েছেন। সিপিএমের বুল্টি বিশ্বাস পেয়েছেন ১৫ হাজার ২১১। কংগ্রেস প্রার্থী রতনচন্দ্র দাস ৯ হাজার ১০৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে। এসইউসিআই-র মৃদুলকান্তি সরকারের ঝুলিতে গিয়েছে ৪৭০ ভোট। ৬৬৭জন নোটায় বোতাম টিপেছেন।

বিজেপি বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। গত বছর বাধারঘাটে দিলীপবাবু ২৮ হাজার ৫৬১টি ভোট পেয়েছিলেন। এ বার ক্ষমতায় থেকেও বিজেপি ভোট ২০ হাজার ৪৮৭-তে আটকে যাওয়া রাজনৈতিক দিক থেকে তাতপর্যবাহী। ভোট কমেছে সিপিএমেরও। তারা ২০১৮ সালে ২৩ হাজার ১১৩টি ভোট পেয়েছিল। সে দিক থেকে কংগ্রেসের রতনচন্দ্র দাস বহু ভোট বাড়িয়ে নিয়েছেন। গত নির্বাচনে তিনিই প্রার্থী ছিলেন। পেয়েছিলেন মাত্র ৫৫০টি ভোট। তবে লোকসভা নির্বাচনে বাধারঘাটে কংগ্রেস সিপিএমকে ছাপিয়ে গিয়েছিল। এ বার কংগ্রেসকে পেছনে ঠেলে সিপিএম দ্বিতীয় স্থান দখল করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker