India & World UpdatesHappeningsBreaking News

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে যজুর্বেদ পাঠ
Priest chants hymn from Yajurveda in White House in presence of President Trump

৯ মে: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে হিন্দু পুরোহিত দিয়ে হল বৈদিক মন্ত্রোচ্চারণ৷

করোনা মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ও আয়ুর্বেদের ওপর শুরু থেকেই গুরুত্ব দিয়েছে ভারত। বৈদিক নিয়মশৃঙ্খলায় পজিটিভিটি ছড়ানোর আহ্বান জানিয়েছেন আধ্যাত্মিক গুরুরা। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণেও ছিল এমন ইঙ্গিত। এবার এই চিন্তাধারার ছায়া পড়ল আমেরিকার মতো শক্তিধর দেশেও।  আমেরিকার জাতীয় প্রার্থনা দিবসে শুক্রবার নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরের পুরোহিত হরিশ ব্রহ্মভাট হোয়াইট হাউস প্রাঙ্গণে দাঁড়িয়ে করে গেলেন যজুর্বেদ থেকে অনর্গল পাঠ।

ট্রাম্পের কথায়, করোনা মহামারির এই ভয়াবহ পরিস্থিতিতে মানসিক শান্তি ও বাড়তি ধৈর্য খুব প্রয়োজন। বিচলিত মনকে নিয়ন্ত্রণে না রাখলে কোনও কিছুই সম্ভব নয়। আর এটার জন্য জরুরি প্রার্থনা। বৈদিক মন্ত্রোচ্চারণ পাঠ আয়োজনের মূল উদ্দেশ্য সেটাই। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এই মুহূর্তে আমেরিকা সহ সারা বিশ্বে করোনা ভয়ঙ্কর থাবা বসিয়েছে। মৃত্যু মিছিলে আমরা সব। আত্মার শান্তি কামনায় প্রার্থনার বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker