Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে কংগ্রেস সভাপতির ইস্তফা
President of Karimganj Congress resigns

ওয়েটুবরাক, ৯ এপ্রিল : করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন সতু রায়৷ তিনি আজ শনিবার প্রদেশ সভাপতি ভূপেন বরার কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন৷ খোলামেলা বলেন, দলে এখন যে সংস্কৃতির আমদানি হয়েছে, তা মেনে নেওয়া তাঁর পক্ষে একেবারে সম্ভব নয়৷ আগামীদিনে কংগ্রেসের অবস্থা আরও করুণ হবে বলেও আশঙ্কা তাঁর৷ দলের এই সঙ্কটের সময়ে পদ ছাড়তে বাধ্য হয়েছেন বলে আক্ষেপ প্রকাশ করেন সত্তরোর্ধ্ব সতু রায়৷ তিনি অবশ্য দলের প্রাথমিক সদস্য পদ ছাড়েননি৷

Rananuj

তবে কাজিয়া সংস্কৃতির উল্লেখ করে দল ছেড়ে দিয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ৷ তিনি করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত৷ সিদ্দেকের সাসপেনশনের পেছনে কমলাক্ষের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ সিদ্দেক নিজেও কমলাক্ষকে দোষারোপ করছেন৷ এ নিয়ে শিলচরেও কংগ্রেস কর্মীরা বিভাজিত হয়ে পড়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker