Barak Updates

দেশের ১৫ শিল্পীকে ললিত কলা অ্যাকাডেমি পুরস্কার দিলেন রাষ্ট্রপতি
President confers Lalit Kala Akademi awards on 15 artists

৪ মার্চ : চিত্রকলায় অসামান্য অবদানের জন্য এ বছর দেশের ১৫ জন শিল্পী ললিত কলা অ্যাকাডেমি পুরস্কার পেলেন। বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে কৃতী শিল্পীদের হাতে ৬১তম ললিত কলা অ্যাকাডেমি পুরস্কার তুলে দেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Rananuj

যারা এ বছর এই পুরস্কার পেয়েছেন, তারা হলেন কেরলের অনুপ কুমার মনজুখী গোপি ও সুনীল থিরুভায়ুর, পশ্চিমবঙ্গের ডেভিড মালাকার ও ফারুক আহমেদ হালদার, গুজরাটের দেবেন্দ্র কুমার খারে, মহারাষ্ট্রের দীনেশ পান্ডা, রতন কৃষ্ণ সাহা, তেজস্বী নারায়ণ সোনাওয়ানে ও সাগর বসন্ত কাম্বলি, রাজস্থানের হরি রাম কুম্ভাওয়াত ও কেশরী নন্দন প্রসাদ, কর্নাটকের মোহন কুমার টি, দিল্লির সতীন্দর কাউর, যশপাল সিং ও যশবিন্দর সিং।

দেশের নামিদামি ব্যক্তিদের নিয়ে গঠিত জুরি কমিটি এই শিল্পীদের নাম চূড়ান্ত করেছে। এই কমিটিতে মোট ৭ জন ছিলেন। এরা ২৮৩টি চিত্রকর্ম পরীক্ষা করে সেখান থেকে ১৫ জনকে নির্বাচিত করেন।কলাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব থাকা ব্যক্তিকেই এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এ দিন অনুষ্ঠানে ললিত কলা অ্যাকাডেমির চেয়ারম্যান উত্তম পচারনি ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker