NE UpdatesAnalyticsBreaking News
গুজরাট ভ্রমণ ! ১৩ ডিসেম্বর আগরতলা থেকে রওনা ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনের
ওয়ে টু বরাক, ৮ অক্টোবর : ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন এ বার গুজরাট সফর করবে।’ আগামী ১৩ ডিসেম্বর আগরতলা থেকে শুরু হবে এই যাত্রা। মোট যাত্রা হবে বারো রাত তেরো দিনের। শিলচরে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড’ গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের কার্যনির্বাহী বিশ্বজিৎ দাস এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গুজরাটে দর্শনীয় স্থানগুলোর মধ্যে থাকছে ভাদোদরা, দ্বারকা, সোমনাথ, আহমেদাবাদ সহ ‘স্ট্যাচু অব ইউনিটি’ ভ্রমণ।
আইআরসিটিসি লিমিটেড-এর কর্মকর্তা বিশ্বজিৎ দাস আরও জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সঙ্গে তাঁদের এই উদ্যোগে পর্যটকদের জন্য প্রাতঃরাশ থেকে নৈশভোজ, শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল, ভ্রমণে অত্যাধুনিক বাস, এক কথায় সবরকম স্বাচ্ছন্দ্য ও সুবন্দোবস্ত রয়েছে। ট্রেনটিতে আসন সংখ্যা থ্রি-টায়ার এসি ক্লাস’ ২১০, ‘স্লিপার ক্লাস’ ৫৪৬। টিকিট রয়েছে তিনটি স্তরের। ইকোনমি ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস, কমফোর্ট ক্লাস-এর প্যাকেজ যথাক্রমে জনপ্রতি ২২,৯১০, ৩৭,২০০, ৪০,৬১০ টাকা।
তিনি আরও জানান, রেল স্টেশন কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে না। এর জন্য আইআরসিটিসি ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে। দেশের সব বড় শহরে রয়েছেন অনুমোদিত বিক্রেতারাও। এ ছাড়া গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়, হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা যাবে।