Barak UpdatesBreaking News
রক্তদাতা দিবসে শিলচরে পথচলায় অংশ নিল প্রয়াসওPrayas walks the street during blood donors day
১৫ জুন : আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর সিভিল হাসপাতালের ব্যবস্থাপনায় ও প্রয়াস এনজিও’র সহযোগিতায় এক সচেতনতা পথচলার আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন স্তরের মানুষ, সংস্থা ও সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। এই পথচলা হাসপাতাল রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আবার সিভিল হাসপাতালে গিয়ে শেষ হয়।
এই পথচলা শেষে প্রয়াস এনজিও’র মুখ্য কার্যালয়ে রক্তদানের মাহাত্ম্য নিয়ে সচেতনতা ছড়াতে একটি শিবিরের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার উপ সভাপতি পাপলু দাস তালুকদার বলেন, রক্তদানের মতো মহৎ দান বিরল। এই দানে গাঁটের কড়ি খরচ হয় না, বরং বছরে ৪ বার রক্তদান করলে শরীরের অনেক রোগ সেরে ওঠে। মহিলারা, যাদের শরীরে যথেষ্ট পরিমাণ রক্ত বর্তমান, তাদের এই মহৎ কাজে আরও বেশি করে এগিয়ে আসা উচিত।
তিনি জানান, প্রয়াসের কাছে প্রতিদিন প্রচুর পরিমাণ রক্তের চাহিদা আসতে থাকে। এই চাহিদাকে সামাল দিতে প্রয়াস ‘প্রয়াস লাইফ’ নামে একটি নতুন শাখার উন্মোচন করেছে, যা শুধু রক্তের বিনিময়ে রক্ত জোগাড় করে দেয়। তিনি এও বলেন, যাদের রক্তের প্রয়োজন রয়েছে, তারা চাইলে সংস্থার সচিব শান্তনু রায় (9954098133), আহ্বায়ক গৌরহরি বণিক (9085235590) অথবা প্রয়াস লাইফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজদীপ বণিক (7002864066) এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়াসের সদস্যরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবেন বলে তিনি উল্লেখ করেন।