Barak UpdatesBreaking News

দত্তরায়ের মন্তব্য ঘিরে উত্তাল অসমের রাজনীতি
Pradip Dutta Roy,s comment leads to huge uproar in Assam

১১ জানুয়ারিঃ বুধবার নাগরিকত্ব বিলের বিরোধিতায় মশাল মিছিল করেছিল আসাম বিশ্ববিদ্যালয়ের অসমিয়া ছাত্ররা। বৃহস্পতিবার এর জবাবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জমায়েত হয় অসংখ্য বঙ্গভাষী ছাত্র। দুই জনগোষ্ঠীর ছাত্র-বিরোধের মধ্যে শুক্রবার প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ দত্তরায় জানিয়ে দেন, এই অঞ্চলের মানুষের বহু সংগ্রামের ফসল এই বিশ্ববিদ্যালয়। এখানে নাগরিকত্ব বিলের বিরোধিতা বা এই ধরনের কর্মসূচি মেনে নেবেন না তিনি। আর যদি এমনটাই চলতে থাকে, তাহলে বরাকের বিশ্ববিদ্যালয়ে অসমিয়া ছাত্রদের ভর্তি হওয়া বন্ধ করে দেবেন। তাঁর এই বক্তব্যে আসু সহ অসমিয়া জাতীয়তাবাদী সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনাপন্থী আলফা নেতা জিতেন দত্ত, প্রবাল নেওগ, কৃষক মুক্তি মোর্চার অখিল গগৈ আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়কে হুঁশিয়ার করে দেন, অসমের মাটিতে বসে এই ধরনের হুমকি দেওয়া হলে ফল ভাল হবে না। রাজ্য জুড়ে তাঁর বক্তব্য নিয়ে আসু বিক্ষোভ দেখায়। তাঁর গ্রেফতার দাবি করে।

Rananuj

এ দিকে, ওপিনিয়ন মুভার্স নামে এক গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্রদীপবাবুর বক্তব্য মোটেও সমগ্র বরাকবাসীর কথা নয় বলে জানিয়ে দিয়েছে। এক বিবৃতিতে গ্রুপ অ্যাডমিন দীপক সেনগুপ্ত বলেন, বরাক-ব্রহ্মপুত্র দুই উপত্যকার কিছু উগ্র জাতীয়তাবাদী নেতার উস্কানিমূলক মন্তব্যে সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে। আইন শৃঙ্খলাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীপকবাবুর মন্তব্য, ওপিনিয়ন মুভার্স আইনের শাসনে বিশ্বাস করে। প্রশাসনের কাছে শক্ত হাতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করে জনগণের মনে স্বস্তির জন্ম দেওয়ার দাবি জানায়। অসমের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ভারতীয় জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে ভর্তি হওয়ার ও পড়াশোনা চালিয়ে যাওয়ার বৈধ অধিকার থেকে যেন বঞ্চিত না করা হয়।

প্রদীপবাবু বিজেপি নেতা হলেও দলের প্রবীণ নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ জানিয়ে দিয়েছেন, বিজেপি বিভেদের রাজনীতি বিশ্বাস করে না। বরং বিভেদ কমিয়ে আনার জন্য তাঁরা দিনরাত কাজ করে চলেছেন। তাঁর কথায়, এই ধরনের বক্তব্য বিজেপি বলতেই পারে না।

দত্তরায়ের বক্তব্যকে উসকানিমূলক বলে উল্লেখ করে হাইলাকান্দি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker