Barak UpdatesBreaking News

শিলচরে বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখলেন সাংসদ
MP Dr. Rajdeep Roy went around Silchar to inspect garbage disposal system

১৮ আগস্ট : শিলচরের সাংসদ রাজদীপ রায় রবিবার শহরের কাছাড় কলেজ সংলগ্ন এসএলআরএম কেন্দ্রটি পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি। সাংসদ এ দিন এই কেন্দ্রটির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রতিটি বিভাগে এই প্রকল্পের অধীনে কীভাবে কঠিন ও তরল বর্জ্য পদার্থ আলাদা করে তার প্রক্রিয়াকরণ হয় এবং এই বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার কীভাবে করা হয় সে সম্পর্কে অবগত হন।

এসএলআরএম-এর বিশেষজ্ঞ সি শ্রীনিবাসন রাজদীপ রায়ের সঙ্গে এই কেন্দ্রটির প্রতিটি বিভাগে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাংসদের সঙ্গে এসএলআরএম কর্মীদের পরিচয় করিয়ে দেন। এসএলআরএম কর্মীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে রাজদীপ রায়কে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা পর্বের পর ভাষণ দিতে গিয়ে সাংসদ বলেন, শিলচর শহরকে তিনি দেশের মধ্যে এমন একটি সুন্দর ও স্বচ্ছ শহর হিসেবে দেখতে চান, যে শহর দেশের মধ্যে এক দৃষ্টান্ত হয়ে ওঠে।

উদাহরণস্বরূপ তিনি গুজরাটের সুরাট শহরের কথা তুলে ধরেন। তিনি বলেন, একসময় সুরাট শহর সমগ্র দেশের মধ্যে একটি নোংরা শহর হিসেবে চিহ্নিত ছিল। কিন্তু এই প্রকল্পের অধীনে আজ এই শহরটি দেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি এই কেন্দ্রের কর্মীদের উৎসাহ প্রদান করেন এবং প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্যে প্রত্যেক কর্মীকে একনিষ্ঠভাবে কাজ করে যেতে বলেন, যাতে করে তিনি শহরকে একটি আদর্শ শহর হিসেবে সকলের কাছে তুলে ধরতে পারেন।

এ প্রসঙ্গে জেলাশাসক লায়া মাদ্দুরির এই উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন এবং এও বলেন, ভবিষ্যতে যতবার তিনি শিলচর আসবেন, ততবার কেন্দ্রটি পরিদর্শন করবেন। তিনি তাদের এই কাজে সহায়তা করে যাবেন বলে এ দিন আশ্বাস প্রদান করেন। সাংসদ রাজদীপ রায়ের এই কেন্দ্র পরিদর্শন করার সময় জেলাশাসক লায়া মাদ্দুরি, অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেবশর্মা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বার্নওয়াল, দীপময় ঠাকুরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker