Barak UpdatesBreaking News

বিকেলের মধ্যেই সামগ্রী নিয়ে গন্তব্যের পথে কাটিগড়া-লক্ষীপুরের ভোটকর্মীরা
Poll parties for Katigorah & Lakhipur leaves for polling booths from NATRIP

১৬ এপ্রিলঃ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য শিলচর আসনের লক্ষীপুর ও কাটিগড়া বিধানসভা এলাকায় নিযুক্ত ভোটকর্মীদের সামগ্রী বিতরণ মঙ্গলবার দুপুরের মধ্যেই শেষ হয়েছে। ইতিমধ্যেই সামগ্রী নিয়ে ভোটকর্মীরা গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। সবকিছুকে সুচারুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এ বার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে ভোটকর্মীদের খুব একটা বেগ পেতে হয়নি। বিশেষ করে সামগ্রী ও খাওয়া-দাওয়ার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ায় অনেকেই খুশি।

নেট্রিপ সূত্রে জানা গেছে, এ বার ভোটকর্মীদের খাওয়ার যে মেনু রাখা হয়েছে, তা বিগত সব নির্বাচনকেই ছাপিয়ে গেছে। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে খাবার ঠিকঠাক না থাকায় ভোটকর্মীরা প্রশাসনের কর্তাদের কাছে ক্ষোভও জানিয়েছিলেন। এ বার ভোটকর্মীদের জন্য খাবার মেনুতে ছিল ভাত, সোয়াবিন-আলু তরকারি ও ডিম তরকারি। যারা ডিম খাননি তাদের জন্য পনিরের ব্যবস্থাও রাখা হয়। সঙ্গে আচার, স্যালাড ইত্যাদিও ছিল। নেট্রিপ চত্বরে এমন দু-তিনটি খাবারের স্টল রাখা হয়। আর প্রতি মুহূর্তে এসবে কড়া দৃষ্টি রেখেছেন জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক লয়া মাদ্দুরী।

তাছাড়া নেট্রিপ চত্বরে ভোট সামগ্রী মিলিয়ে দেখার জন্য শেড নির্মাণ করে দেওয়া হয়েছে। এখানে টেবিল, চেয়ার, এমনকি বৈদ্যুতিক পাখাও রাখা হয়েছে। ফলে ভোটসামগ্রী বিতরণ শুরুর সময়ে কিছুটা সমস্যা দেখা দিলেও পরে আর তা থাকেনি। এর মধ্যে জেলাশাসক ও নির্বাচনের সাধারণ পর্যবেক্ষক এদিক-ওদিক ঘুরে ভোটকর্মীদের সুবিধার খেয়াল রেখেছেন।

বিশেষ করে মাস্টার ট্রেনারদের বার বার বলে দিয়েছেন, যাতে ইভিএম বা ভিভিপ্যাট মেশিন নিয়ে কোনও দল সমস্যায় না পড়ে। এছাড়া ভোটসামগ্রীর মধ্যে এ বছর অন্যবারের অতিরিক্ত একটি করে চার্জার লাইটও দেওয়া হয়েছে। সঙ্গে মোমবাতি, লা, কাগজপত্র ইত্যাদি তো রয়েছেই। সব মিলিয়ে ভোটসামগ্রী বিতরণের প্রথম দিন ভালয় ভালয় কেটেছে বলেই মনে করা হচ্ছে। সামান্য কিছু অভিযোগ উঠলেও বেশিরভাগ ভোটকর্মীরাই বলছেন, এ বার ব্যবস্থা অন্যবারের তুলনায় যথেষ্ট ভাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker