India & World UpdatesHappeningsBreaking News
সংসদ যাবার পথে জেএনইউ ছাত্রদের বিক্ষোভ মিছিল রুখে দিল পুলিশ
Police stops the huge rally of JNU students on its way to Parliament

১৮ নভেম্বর : বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়ারা ক্যাম্পাস থেকে বেরিয়ে সোজা রওনা দিল সংসদ ভবনের দিকে। কিন্তু পৌছনোর আগেই তাদের রুখে দিল পুলিশ। সোমবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল সংসদ ভবনের দিকে যাবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে পড়ুয়াদের আটকাতে পুলিশ প্রস্তুতি নিয়েই ছিল। মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর সে কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে কিছুদূর এগোনোর পরই ব্যারিকেড করে তা আটকে দেয় পুলিশ। বিক্ষোভরত ছাত্ররাও অবস্থানে বসে পড়েন। এর ফলে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকেও পাঁচ ঘণ্টা আটকে থাকতে হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিপাকে পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
হোস্টেল ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন চলছে এই বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই ২০ দিন অতিক্রান্ত। তবে এ দিন সংসদ ভবন অভিযানের ঘোষণা শুনে অবশ্য হোস্টেল ফি কিছুটা কমানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু আন্দোলনকারীরা তাকে আইওয়াশ বলে আরও জোরালো করে বিক্ষোভ। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ কুমার ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে ক্লাসে ফেরার আবেদন করেন। তিনি বলেন, লাগাতার এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠনে সরাসরি প্রভাব পড়ছে। যদিও তাতে লাভ হয়নি।
ইতিমধ্যেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক তিন সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে। তাঁরা ছাত্রদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা নেবেন। কিন্তু তা কবে হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।