Barak UpdatesBreaking News

রিয়াল জালিয়াতদের জঙ্গিযোগ খতিয়ে দেখছে পুলিশ
Police investigating any connection of fake Saudi Arab Currency gang with terrorist group

৯ সেপ্টেম্বরঃ সৌদি আরবের জাল মুদ্রা (রিয়াল) দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত বাংলাদেশিদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা পুলিশ এখন তা খতিয়ে দেখছে। সোমবার তাদের লক্ষ্মীপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক চারজনকেই চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। পঞ্চম প্রতারকের অবশ্য হদিশ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করে দিয়েছে।

কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানিয়েছেন, এর আগে মিজোরামে তিন বাংলাদেশি নাগরিক একই ধরনের প্রতারণার অভিযোগে ধরা পড়েছিল। পরে পুলিশ তাদের সঙ্গে হরকত উল মুজাহিদিনের সম্পর্ক খুঁজে পায়। শিলচরে ধৃতরা একই চক্রের সদস্য বলে অনুমান করছেন মহন্ত।

তিনি বলেন, একে তারা সাধারণ প্রতারণা বলে মনে করছেন না। বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে এসে এই ধরনের প্রতারণায় যতটা ঝুঁকি, ৪-৫ জন মিলে ১-২ লক্ষ টাকা হাতিয়ে তা পোষানোর কথা নয়। পুলিশ সুপার মহন্ত জানান, এই মামলাটিকে তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker