Barak UpdatesHappeningsBreaking News

মেডিক্যালে সদ্যোজাতদের মধ্যে সংক্রমণ বাড়ছে, উদ্বেগ

৩১ জুলাই: শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতদের মধ্যে কোভিড সংক্রমণ বেড়ে চলেছে৷ বৃহস্পতিবার দুটি শিশুর শরীরে করোনা ধরা পড়ে৷ শুক্রবার আরও তিনটি শিশু আক্রান্ত হয়৷ এদের বয়স ৯ , ১১ ও ১৮ দিন৷ তাদের মায়েরা আগে থেকেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷

Rananuj

গত সপ্তাহে আচমকা প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসা বিভাগে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ শুরুতে তা মায়েদের মধ্যে সীমিত ছিল৷ দুইজন অন্তঃসত্বাও করোনায় আক্রান্ত বলে ধরা পড়েছিল৷ কিন্তু দুইদিন ধরে সদ্যোজাতদের মধ্যে করোনা বাসা বাঁধায় উদ্বেগ ছড়িয়ে পড়ে৷

মেডিক্যাল কলেজে এখন রোগী ভর্তির ক্ষেত্রে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ তবে রিপোর্টের জন্য অপেক্ষা করা হয় না৷ প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসা বিভাগেও একই নিয়ম৷ অধিকাংশ ক্ষেত্রে সন্তানের জন্মের পরে রিপোর্ট আসে৷ প্রায় ১০ শতাংশের পজিটিভ ধরা পড়ে৷ তাদের আইসলেশন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়৷ সদ্যোজাতদেরও তখন কোভিড টেস্ট করানো হয়৷ আগে মা পজিটিভ হলেও সন্তানরা নেগেটিভ থাকত৷ এখন সদ্যোজাতদেরও সংক্রমণ ধরা পড়ছে৷ চিকিৎসকরা অবশ্য একে বাড়তি গুরুত্ব দিতে নারাজ৷ কলেজের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত বলেন, মায়েদের বোস্টার ডোজ দেওয়া হচ্ছে৷ তাতে সদ্যোজাতও সুস্থ হয়ে উঠবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker