Barak UpdatesHappeningsBreaking News
Police foils anti-CAA protest at Silchar, 23 arrestedসিএএ বিরোধী আন্দোলন ভেস্তে দিল পুলিশ, ধৃত ২৩
২ জানুয়ারি: সিএএ-বিরোধী আন্দোলন ভেস্তে দিল পুলিশ৷ গ্রেফতার করল ২৩ জনকে৷ পরে তাঁদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেয়৷ ফোরাম ফর সোশ্যাল হারমনি, ছাত্র যুব সংঘর্ষ সমিতি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এবং কোরাস—-এই চার সংগঠন আজ বিকালে মিছিলের ডাক দিয়েছিল৷
সে উদ্দেশেই শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে জড়ো হচ্ছিলেন সবাই৷ এর আগেই পুলিশ, আধা সামরিক বাহিনী গোটা এলাকায় ছড়িয়ে ছিল৷ এর মধ্যেই তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন৷ কারও হাতে, কারও গলায় ঝুলছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড৷ সিএএ-র সঙ্গে তারা এনপিএ এবং নতুন করে এনআরসি তৈরিরও বিরোধিতা করছিলেন৷ মাইকে ভাষণ দিচ্ছিলেন অরূপ বৈশ্য৷
তখনই পুলিশ তাদের বাধা দেয়৷ বিনা অনুমতিতে জমায়েতের জন্য তুলে নিয়ে যায় সবাইকে৷ আন্দোলনে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহও৷ পুলিশ প্রথমে তাকেই টানাহেঁচড়া করে গাড়িতে তোলে৷ ধৃতদের মধ্যে রয়েছেন স্নিগ্ধা নাথ, আদিমা মজুমদার, তানিয়া লস্কর প্রমুখ মহিলারাও৷ তরুণ শিল্পী এদিব ইমন গিটার বাজিপয়ে প্রতিবাদী গান গাইতে গাইতেই গাড়িতে ওঠেন৷