Barak UpdatesHappeningsBreaking News

বনবিড়ালের দুই শাবক উদ্ধার, মাকে নিয়ে আতঙ্ক কালাইনে

ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : ধানের খেত থেকে বেরিয়ে আঁচড়ে-কামড়ে চারজনকে জখম করেছিল সে৷ কিন্তু কে কামড়াল, কারও কাছে স্পষ্ট নয়৷ জখমদের কেউ বললেন, একেবারে বাঘের মতো চেহারা৷ কেউ জানান, দেখতে একই রকম হলেও আকারে অনেকটা ছোট৷ এলাকাবাসী সন্দেহ করছিলেন, চিতাবাঘ ঢুকে পড়েছে৷ আতঙ্কে মঙ্গলবার থেকেই কালাইন থানার ভৈরবপুরে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ৷ মসজিদেও নামাজের সময়ে হাতেগোণা কয়েকজনই জড়ো হচ্ছেন৷ যারা অফিস বা দোকানহাটে যেতে বাধ্য হচ্ছেন, তাঁরাও পড়িমরি করে সন্ধ্যার আগে বাড়ি ফিরছেন৷

দিনের বেলায় অবশ্য বনকর্মী সহ গ্রামের সবাই অজানা জন্তুটিকে তন্নতন্ন করে খুঁজে বেড়ান৷ শেষে তিনদিন পরে গ্রামের যুবকরাই খেতের মধ্যে দুটি শাবককে উদ্ধার করেন৷ বন দফতর জানিয়েছে, এগুলি বাঘ বা চিতা কোনওটাই নয়, বনবিড়াল৷ মাকে খুঁজে পাওয়ার আশায় দুদিন তাদের নিজেদের হেফাজতে রাখা হবে৷ পরে জঙ্গলে নিয়ে ছাড়া হবে৷

এলাকাবাসীর দাবি, মা-বনবিড়ালটিকে খুঁজে বার করতেই হবে৷ নইলে এখন এর হিংস্রতা আরও বেড়ে যেতে পারে৷ কতদিন তারা এ ভাবে ঘরবন্দি হয়ে থাকবেন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker