India & World UpdatesHappeningsBreaking News
চক্ষুদান সম্পন্ন, শুক্রবার বুদ্ধদেবের দেহদান
ওয়েটুবরাক, ৮ আগস্ট: পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বের করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। চারদিকে ধ্বনি লাল সেলাম, বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। শুক্রবার এনআরএস অথবা প্রয়োজনে এসএসকেএমকে তাঁর দেহ দান করা হবে। মরণোত্তর চক্ষুদানেরও অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো চিকিৎসকরা তাঁর কর্নিয়া নিয়ে রওনা দিয়েছেন। জীবনের শেষেও তাঁর দেহ কাজে লাগবে চিকিৎসা বিজ্ঞানের কাজে, এমনই চেয়েছিলেন বুদ্ধদেব।