NE UpdatesHappeningsBreaking News

আসাম ছেড়ে যাচ্ছি না, টাটার ঘোষণা

ওয়েটুবরাক, ১২ এপ্রিল: আসাম থেকে তাদের পাততাড়ি গুটিয়ে নেওয়ার কোনও সম্ভাবনা নেই৷ জানিয়ে দিয়েছে টাটা-র অ্যামেলগেমেটেড প্ল্যান্টেশনস প্রাইভেট লিমিটেড৷ সংস্থার পক্ষ থেকে প্রেসবার্তায় জানানো হয়েছে, রাজ্যে তাদের ২১টি টি এস্টেট রয়েছে৷ সেগুলিতে ৫০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন৷ তাঁদের মধ্যে ১২ হাজার হলেন শেয়ারহোল্ডার৷

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আসামে তাদের দুটি টি প্রসেসিং ইউনিট রয়েছে৷ আছে মশলা কারখানা৷ তাদের দাবি, ব্যবসা-বাণিজ্য ছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক প্রকল্প৷ গত ৫ বছরে অন্তত আড়াই লক্ষ মানুষ ওই সব প্রকল্পে উপকৃত হয়েছেন৷

ফলে সবকিছু ছেড়েছুঁড়ে দিয়ে তাদের আসামত্যাগের আশঙ্কা একেবারেই অমূলক বলে জানানো হয়েছে৷ স্পষ্ট বলা হয়েছে, তাদের মেন অপারেটিং অফিস গুয়াহাটিতেই থাকবে৷ প্রসঙ্গত, আলফা স্বাধীনের হুমকির প্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছিল, টাটা আসামের চা ব্যবসা গুটিয়ে নিচ্ছে৷ গুয়াহাটি থেকে সরিয়ে নিচ্ছে তাদের মেন অপারেটিং অফিস৷ টাটা টি কোম্পানি অবশ্য সব আশঙ্কা উড়িয়ে দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker