Barak UpdatesHappeningsBreaking News

শিলচর রেলস্টেশনে ধরা পড়লেন পলিটেকনিকের আফজালুর

ওয়েটুবরাক, ৩০ মার্চ : স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর শিলচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন শিলচর পলিটেকনিকের মেডিক্যাল ইউনিটের ফার্মাসিস্ট আফজালুর রহমান৷ পুলিশ তাকে গ্রেফতারের জন্য হত্যাকাণ্ডের পরই জাল বিছিয়েছিল৷ রেলস্টেশনেও নজর রাখছিলেন তারা৷ আফজালুরও শিলচর স্টেশনে গিয়ে পরবর্তী ট্রেনের অপেক্ষায় ছিলেন৷ তখনই পুলিশের জালে ধরা পড়ে যান৷

Rananuj

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় অভিযুক্ত করা হয়েছে৷ মৃতার নাম কোহিনুর বেগম৷ শুক্রবার রাতে ঘটনার খবর পেয়েই তাঁরা নাগাটিলা স্থিত ভাড়াঘরে ছুটে যান৷ এর আগেই আফজালুর পালিয়ে গিয়েছিলেন৷ পুলিশ খুনে ব্যবহৃত দা’টি উদ্ধার করে৷

আফজালুর-কোহিনুর দুজনের মূল বাড়ি ধুবড়িতে৷ এলাকাবাসী জানান, স্ত্রী দীর্ঘদিন ধুবড়িতে ছিলেন৷ দুই সন্তান বাবার কাছেই ছিল৷ শুক্রবারই কোহিনুর উত্তর কৃষ্ণপুর নাগাটিলার ভাড়াঘরে এসেছিলেন৷ রাতে সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আফজালুর দরজা খুলে বেরিয়ে পড়েন৷ তাঁরা তখন ভেতরে গিয়ে কোহিনুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান৷ তাঁরাই রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন৷ পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যায়৷ সেখানে কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান কোহিনুর বেগম৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker