Barak UpdatesHappeningsBreaking News

Permanent martyr’s column inaugurated at Maharishi by Brahmachari Girish
মহর্ষি বিদ্যামন্দিরে স্থায়ী শহিদ স্মারকের উদ্বোধন করলেন ব্রহ্মচারী গিরিশ

১৯ জানুয়ারি : দেশের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থায়ী শহিদ সম্মান স্মারক স্থাপিত হল শিলচর মহর্ষি বিদ্যামন্দিরে। রবিবার সকালে মহর্ষি শিক্ষা সংস্থানের চেয়ারম্যান ব্রহ্মচারী গিরিশ উন্মোচন করেন এই শহিদ স্মারকের। তিনি বলেন, জওয়ানরা সত্যিকারের দেশপ্রেমের দৃষ্টান্ত। আর এই স্মারক পড়ুয়াদের দেশভক্তির অনুপ্রেরণা জোগাবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য স্কুলের অধ্যক্ষ শমিতা দত্ত ও বাকি শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের সাধুবাদ দেন।

Rananuj

শমিতা দত্তের কথায়, শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ চেয়ারম্যানের হাত ধরে তা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। এ দিকে, বড় পরিসরে একটি শিল্পকলা প্রদর্শনীরও উদ্বোধন হয় এ দিন। বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের প্রতিভার ঝলক রয়েছে এই প্রদর্শনীতে।

উল্লেখ্য, শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের ২৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনের মূল পর্ব শুরু হয়েছে ১৮ জানুয়ারি। রয়েছে নানা স্বাদের কর্মসূচি। অনুষ্ঠান চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker